শুক্রবার ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫:১০
শিরোনামঃ
Logo লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় গার্মেন্টস ঝুট দখলে নিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ৭ Logo বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় চিকিৎসক জেল হাজতে Logo সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে-৭ সদস্যের কমিটি গঠন (এলজিআরডি) Logo মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় নাম উঠেছে-ভুল’ স্বীকার করে মুক্তিযোদ্ধার নাম প্রত্যাহারের আবেদন করেন ২ জন Logo আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস দেখে বিমর্ষ হয়-যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া Logo কাব্যছন্দ বিজয়ের সংখ্যা প্রিন্সে’র সম্পাদনায় প্রকাশিত Logo সিলেট জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে – কিশোরের মৃত্যু Logo ক্রেতা সুরক্ষা মেলা ২০২৪ এর শুভ সূচনা হলো, কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে। Logo খানসামা উপজেলার ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুলে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত

অভিনেতা ডিপজল এর জন্য ভালোবেসে এক ভক্ত উপহার দিবেন লাখ টাকার রাজকীয় খাট

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৪, ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ
  • ৯৬ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

 

অভিনেতা ডিপজল এর জন্য ভালোবেসে এক ভক্ত উপহার দিবেন লাখ টাকার রাজকীয় খাট

বাংলা সিনেমার দর্শকদের কাছে এক জনপ্রিয় নাম ডিপজল। যার অভিনয় জয় করে নিয়েছে কোটি দর্শকের হৃদয়।

যিনি খলনায়ক চরিত্র থেকে শুরু করে নায়কের চরিত্রে অভিনয় করে দেশের চলচ্চিত্রে আলোড়ন সৃষ্টি করেছেন। তার কোটি দর্শকের মধ্যেই একজন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকার ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া।

 

২০০৮ সালে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ‘দাদিমা’ সিনেমা দেখার মাধ্যমে এই অভিনেতার প্রতি ভালোবাসা জাগে দুলালের হৃদয়ে। এরপর থেকেই নিয়মিত ডিপজলের সিনেমা দেখা শুরু করেন তিনি। এক সময় নিজের অজান্তেই ডিপজলের একজন ভক্ত হয়ে যান মীরহাটি এলাকার আবদুর সাত্তার মিয়ার ছেলে এই দুলাল।  

আর সেই ভালোবাসা থেকে ডিপজলের জন্য বানালেন ২৫ লাখ টাকার নান্দনিক কারুকার্য খচিত এক রাজকীয় খাট। যার খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ তার দোকানে ভিড় জমাচ্ছেন।

জানা যায়, ডিপজলকে ভালোবাসে তাকে উপহার দিতে ৩ বছর ৮ মাসে নিজ হাতে সুনিপুণ কৌশলে তৈরি করেছেন এক বিশাল খাট। খাটটির দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট এবং প্রস্থ সাড়ে ৬ ফুট। খাটটি তৈরি করতে আসল আকাশি কাঠ ব্যবহার করা হয়েছে। এছাড়া নকশায় ব্যবহার করতে হয়েছে ৩৮৭টি গোলাপ ফুলের ডিজাইন ও বিভিন্ন অংশ সংযোগ করতে ব্যবহার হয় ৮০টি নাট। প্রতিদিনই অসংখ্য উৎসুক মানুষ আসছেন দুলালের তৈরি করা খাটটি দেখার জন্য। দুলালের ইচ্ছে চলচ্চিত্র অভিনেতা ডিপজল এ খাট উপহার হিসেবে গ্রহণ করবেন।

স্থানীয় বাসিন্দা মো. জয়নাল বলেন, দুলাল ডিপজলের প্রতিটি ছবি দেখতেন। সে তার একজন একনিষ্ঠ ভক্ত। ডিপজলের প্রতি ভালোবাসা থেকেই এ খাট তৈরি করেছেন। দুলালের এ খাটটি ডিপজল গ্রহণ করলে তার স্বপ্ন বাস্তবায়ন হবে।

পাপন নামের আরেক যুবক বলেন, যেকোনো জায়গায় ডিপজলের সিনেমার খবর পেলেই সেখানে চলে যেতেন। তিনি ডিপজলের অন্ধ ভক্ত। কারও সঙ্গে কথা বললেও ডিপজলের শুধু প্রশংসাই করেন। আর এ খাটটি তৈরির সময় অনেকটা গোপনেই করেছেন, কাউকে সামনে যেতে দেননি। বিষয়টি নিয়ে সবার কৌতূহল ছিল।

দুলালের বড় ভাই মোহাম্মদ হুমায়ুন বলেন, আমার ছোট ভাই দীর্ঘ তিন বছর ৮ মাসে এ খাট ডিপজলের জন্যে তৈরি করেছেন। সে খাটটি অনেক শখ করে বানিয়েছে। এ খাটের উছিলায় যেন ডিপজলের সঙ্গে দুলালের দেখা হয় এবং এ খাটটি যেন তিনি উপহার হিসেবে গ্রহণ করেন।

এ বিষয়ে ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া জানান, অভিনেতা ডিপজলের সঙ্গে সরাসরি কোনোদিন কথা না হলেও তার প্রতি ভালোবাসা থেকে ডিপজলকে মামা নামে ডাকেন।

তিনি আরও জানান, ডিপজল মামার প্রতি ভালোবাসার কারণে উনাকে নিজের হাতে বানিয়ে ভিন্ন কিছু উপহার দেওয়ার ইচ্ছে হয়। তাই ধীরে ধীরে দীর্ঘ ৩ বছর ৮ মাসে তাজমহলের ডিজাইনে খাট তৈরি করেছি। যদি ডিপজল মামা আমার বানানো এই ক্ষুদ্র উপহারটি গ্রহণ করেন এবং ওনার সঙ্গে দেখা করার সুযোগ করে দেন তাহলে জীবন ধন্য হয়ে যাবে। আমি সেই আশায় রয়েছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell