আজ কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস এ শুভ সূচনা হল…. 6th উইন্টার ইন্টারন্যাশনাল আর্টস কার্নিভাল 2023. ..।
রিপোর্টার, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।। সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশন এর পরিচালনায়, এবং অমিত দাস ও মৌমিতা চক্রবর্তীর উদ্যোগে এই এক্সিবিশনের আয়োজন,। এই এক্সিবিশন চলবে, নয়ই জানুয়ারী থেকে ১৫ই জানুয়ারী পর্যন্ত, প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত, এই এক্সিবিশনের শুভ সূচনা করেন প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে , বিশিষ্ট অতিথি ও বিখ্যাত চিত্রশিল্পী, সুব্রত দাস, মলয় দাস, স্বপন সাহা মহাশয়ের হাত ধরে, এরপর প্রত্যেক অতিথিকে উত্তরীয় পরিয় ও ফুল দিয়ে সম্মানিত করেন, শুধু তাই নয় এই সংস্থার কর্ণধার, ৫০ জন শিল্পীর হাতে, মানপত্র ও সম্মান তুলে দেন মোমেন্টো দিয়ে, তিনি আরো জানান এই এক্সিবিশনে বহু শিল্পী অংশগ্রহণ করার জন্য আবেদন করেন কিন্তু আমরা সবাইকে সুযোগ দিতে পারি না কারণ আমাদের কিছু বাছাই করে ৫০ জনকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি, এই প্রদর্শনীতে, তবে আগামী দিন আমরা চেষ্টা করবো, আরো শিল্পীদের সুযোগ করে দেওয়ার, সবাই আশা করে অংশ গ্রহণ করার,
তবে আগামী দিন তারা বেশ কয়েকটি দেশে পাড়ি দেবেন তাদের চিত্র তুলে ধরতে প্রদর্শনীর মাধ্যমে, সেখানে হয়তো বেশ কিছু শিল্পীকে সুযোগ করে দিতে পারবে, তিনি বলেন দুটি বছর করো নয় যেভাবে শিল্পীরা হতাশ হয়ে পড়েছিলেন এবং সমস্ত প্রদর্শনী বন্ধ হয়ে গিয়েছিল আমরা চিন্তায় ছিলাম কবে এইরকম এক্সিবিশন করতে পারব তাই আজ কিছু শিল্পীকে উৎসাহিত করার জন্য আমরা তাদের হাতে স্মারক ও মানপত্র তুলে দিয়েছি। যাতে আগামী দিনে তারা আরো সামনের দিকে এগিয়ে যায় এবং নতুন নতুন চিত্র তুলে ধরতে পারে,