শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:২৯
শিরোনামঃ
কিশোরগঞ্জে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে খিচুড়ি খেতে গিয়ে দুই শিক্ষক পুলিশের হাতে গ্রেফতার বরানগর পৌরসভার অন্তর্গত- প্রাক স্বাধীনতা দিবস ২০২৫ পালিত হলো। খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সারাদশে দোয়ার আয়োজন করে উদযাপন করা হলো চৌহালীতে  বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা  অনুষ্ঠিত  ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ-প্রধান উপদেষ্টা কালিয়াকৈর সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত বিখ্যাত পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধারে যৌথ অভিযান পাথরবোঝাই ১৩০টি ট্রাক জব্দ সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে আহত সাংবাদিক মামুন রনিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাখাওয়াত,আনোয়ার, টিপু পুরাতন ভবন ভাঙার সময় ছাদ ধসে চাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

আমি বাসায় থাকার যে পারমিশনটা দিয়েছি;উইথড্র করতে হবে-প্রধানমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩০, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ
  • ১৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আমি বাসায় থাকার যে পারমিশনটা দিয়েছি;উইথড্র করতে হবে-প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আগে জেলে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি বলেন, ‘তাকে (খালেদা জিয়া) আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে।

কোর্টের কাছে আবেদন করতে হবে। কোর্ট যদি রায় দেয়, তখন (বিদেশে) যেতে পারবেন। ’

 

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার চিকিৎসাবিষয়ক করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর ওই ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে।

এতে প্রধানমন্ত্রীকে সাংবাদিক প্রশ্ন করেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর আমরা পাচ্ছি। তাকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি আপনারা কী পুনর্বিবেচনা করবেন?’

জবাবে পাল্টা প্রশ্ন ছুড়েন শেখ হাসিনা, ‘আমি জিজ্ঞেস করি, পৃথিবীর কোন দেশ সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? পৃথিবীর কোনো দেশ দেবে?

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদেরকে যদি চাইতে হয়, তাহলে আবার আদালতে যেতে হবে। আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। ’

এ ক্ষেত্রে সরকারের ভূমিকাও স্পষ্ট করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন,‘হ্যাঁ, তার (খালেদা জিয়া) জন্য যেটুকু করতে পেরেছি সেটা হচ্ছে, সরকার হিসেবে আমার যেটুকু ক্ষমতা আছে, আমি তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার পারমিশন দিয়েছি এবং তার চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তিনি নিজেই চিকিৎসা নিচ্ছেন। বাংলাদেশের সব থেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর যদি তাকে বাইরে যেতে হয়, (তাহলে) তাকে আমি বাসায় থাকার যে পারমিশনটা দিয়েছি; এটা আমাকে উইথড্র করতে হবে। ফলে তাকে (খালেদা জিয়া) আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে। কোর্টের কাছে আবেদন করতে হবে। কোর্ট যদি রায় দেয়, তখন যেতে পারবেন। এটা হলো বাস্তবতা। ’

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। এরইমধ্যে গত দুই সপ্তাহে তাকে শ্বাসকষ্টের কারণে দুই দফায় সিসিইউতে নেওয়া হয়েছিল। গত বছরের জুনে এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলন করে জানান, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌রোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি তিনি লিভার সিরোসিসে আক্রান্ত।

এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশের পাঠানোর ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি করে আসছে বিএনপি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell