চট্টগ্রাম রাঙ্গুনিয়া বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৪ই এপ্রিল উপজেলা নুরজাহান কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করেন। সম্মেলনে দারুল আরকাম মডেল একাডেমির পরিচালক মোহাম্মদ শাহ আলমের সঞ্চলানায়, সভাপতিত্বে করেন রাঙ্গুনিয়ক শিক্ষক ফেডারেশনের সভাপতি আবু নাফিস। অনুষ্ঠানটি মাওলানা মোহাম্মদ সোলায়মানের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টি সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যরিষ্টার সুলতান আহমেদ কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মাওলানা আমিরুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ নুরুন নবী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জনাব নুর নবী,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাংগুনিয়া উপজেলার সম্মানিত উপদেষ্টা জনাব মাওলানা হাসান মুরাদ, মাষ্টার কামাল উদ্দিন, প্রভাষক ইকবাল হোসেন,জনাব আকতার হোসেন,জনাব আবদুল গফুর,মাস্টার আব্দুল আজিজ সহ আরো অনেকে। বক্তারা বলেন- শিক্ষার গুণগত মান বিনষ্ট করনে বিগত ফ্যাসিস্ট সরকারের একচেটিয়া আধিপত্য এবং সিদ্ধান্তকে দায়ী করে বলেন -বাংলাদেশের শিক্ষার মান প্রায় তলনীতে। প্রধান অতিথি বলেন -আদর্শ জাতি এবং রাষ্ট্র গঠনে শিক্ষকের ভূমিকা অপরিহার্য। তিনি শিক্ষক নিয়োগ বানিজ্য অনতিবিলম্বে বন্ধ এবং শিক্ষকদের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধার আওতায় আনার জোর দাবী জানান এবং আলোকিত মানুষ গড়ে তুলতে আর্দশ শিক্ষকদের ভূমিকা রাখতে হবে আগামীর জন্য। অনুষ্ঠান সভাপতি আবু নাফিসের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।