শুক্রবার ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০:৪৬
শিরোনামঃ
Logo লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় গার্মেন্টস ঝুট দখলে নিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ৭ Logo বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় চিকিৎসক জেল হাজতে Logo সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে-৭ সদস্যের কমিটি গঠন (এলজিআরডি) Logo মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় নাম উঠেছে-ভুল’ স্বীকার করে মুক্তিযোদ্ধার নাম প্রত্যাহারের আবেদন করেন ২ জন Logo আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস দেখে বিমর্ষ হয়-যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া Logo কাব্যছন্দ বিজয়ের সংখ্যা প্রিন্সে’র সম্পাদনায় প্রকাশিত Logo সিলেট জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে – কিশোরের মৃত্যু Logo ক্রেতা সুরক্ষা মেলা ২০২৪ এর শুভ সূচনা হলো, কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে। Logo খানসামা উপজেলার ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুলে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত

আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে-কাউন্সিলর প্রার্থীরা প্রচারনায় ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৬, ২০২১, ৩:০০ পূর্বাহ্ণ
  • ২৫০ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

   বর্তমান কাউন্সিলর খোরশেদ – মসজিদে গতবার ঘোষনা ও দিয়েছিলেন আর নির্বাচন করবেন না, ।দেখা যাবে  কি করেন তিনি।

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ঘনিয়ে আসছে ততোই ১৩নং ওয়ার্ডের ৫ প্রার্থীদের মধ্যে দেখা দিচ্ছে প্রচার প্রচারনা, বৈঠক ও মসজিদে মিলাদ দোয়া করে পরিস্থিতি নিজ অনুকুলে আনার চেষ্টা।ইউনিয়ন পরিষদ নির্বাচন গুলি একের পর এক শেষ হওয়ার পর যেন সিটি কর্পোরেশন নির্বাচন এর ডামাডোলে সারা শহর, পরদিন থেকেই আবার প্রচারনায় নেমে গেছেন অনেক প্রার্থী তাদের নিত্য নতুন এক এক কৌশলে।

কেউ স্ত্রীকে নিয়ে দ্বারে দ্বারে যাচ্ছেন, কেউবা করছেন মসজিদে মসজিদে দোয়া, বিরনী নেও়য়াজ বিতরন করছেন, আবার কেউবা গোপনে ঘর গোছাচ্ছেন, যে যেভাবেই করুক না কেন সবারই উদ্দেশ্য জয়ী হওয়ার ।

সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৩ নং ওয়ার্ডে ভোটার সবচেয়ে বেশি, ৫০ হাজার এর বেশি ভোটারসহ এই ওয়ার্ড যেমন অবস্থানগত ভাবে ২৭ টি ওয়ার্ড এর মধ্যমনি তেমনি এর গুরুত্ব ও রয়েছে অনেক, একমাত্র ওয়ার্ড যেটা  ৪ ও ৫ দুটি সংসদীয় আসনের মধ্যে পড়েছে।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এ ওয়ার্ডের সম্ভাব্য  পাঁচ প্রার্থীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা হলেন-১} বর্তমান কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ ২} মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল হোসেন ৩} জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ ফয়েজউল্লাহ ফয়েজ  ৪} তরুন ব্যবসায়ী ইব্রাহিম আদহাম খান ৫} আরেক তরুন ব্যবসায়ী সমাজ সেবক,আমলাপাড়া এলাকার সু সন্তান মো:রবিন হোসেন ,  বিগত করোনা কালীন সময়ে ত্রান সহ সাধারন মানুষের পাশে নিজেকে  বিলিয়ে দিয়ে আজও মানুষ কে ভালোবেসে নানা ভাবে সহযোগিতা  করে যাচ্ছেন।

 

তবে  ১৩ নং ওয়ার্ডের নির্বাচন নিয়ে চলছে নানা সমিকরণ। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই এ পাঁচ প্রার্থী ছাড়াও  আরোও নতুন মূখ আসতে পারে। তবে কারা করা  শেষ পর্যন্ত এ নির্বাচনের মাঠে থাকছেন চুড়ান্ত প্রার্থী যাচাই বাচাইয়ের পর তা স্পষ্ট হয়ে উঠবে ।

জানাগেছে, বর্তমান কাউন্সিলর খোরশেদ দল মত নির্বিশেষে সবাইকে নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করেছেন, স্বজনপ্রীতির ঘটনা ছাড়া তিনি অনেকটা সফলও হয়েছেন।  তারপরও তার অনেক কাজই লোকদেখানো ও ক্যামেরা সর্বস্ব, তথাপি তার শক্ত প্রতিদ্বন্ধী কোন নির্বাচনেই কেউ দাড়াতে পারেনি যা ভোটের অংকে প্রমানিত।তবে এবার  আসতেও পারে নতুন মুখ বিজয়ী এমনই শোনা যাচ্ছে ।

আসন্ন  নির্বাচনে তিনি দাড়াতে চাইলেও পারবেন কিনা তা বলা বাহুল্লো। নারী কেলেংকারী তে করোনায় হিরো বনে যাওয়া এ কাউন্সিলর এখন অনেকটাই কাবু।

 

সম্প্রতি পিবিআই দ্বারা ওই নারীর ধর্ষনের অভিযোগ প্রমানিত করায় তিনি অনেকটাই কোনঠাসা, আবার মসজিদে গতবার ঘোষনা ও দিয়েছিলেন আর নির্বাচন করবেন না, আর দলীয়ভাবে আগে থেকেই খোরশেদ একা তার প্রচারসর্বস্ব আচরণের কারণে। তাই কতটুকু করতে পারবেন তা নিয়ে সন্দিহান এবার রাজনৈতিক বোদ্ধারা।

বর্তমান কাউন্সিলর এর সবচেয়ে নিকটতম প্রতিদন্ধী  রবিউল হোসেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি যিনি গত নির্বাচনে আওয়ামী লীগের আরেক প্রার্থী যুবলীগের শাহ ফয়েজউল্লাহ ফয়েজকে  এক প্রভাবশালী সাংসদ কর্তৃক বসিয়ে দেওয়ার পরও সফল হতে পারেন নি, অনেক অর্থ খরচ করেও হেরেছেন প্রায় ৪ হাজার ভোট এর ব্যবধানে।

তিনি বর্তমান কাউন্সিলর এর আইনী জটিলতায় রয়েছেন ফুরফুরে মেজাজে তবে সাধারন ভোটারদের নিকট এখনো তিনি একজন ওয়ার্ড নেতার বাইরে নিজেকে প্রমান করতে পারেন নি, আবার সাংসদ তার জন্য আর এক প্রার্থীকে নির্দেশ দিয়ে বসিয়ে দেওয়ার পর ও হেরে যাওয়ায় তার উপর অনেকটাই ক্ষুব্ধ,  এবার তাই তিনি অন্য কাউকে বসিয়ে দেবার অবস্থানও নাই।

 

আবার গতবার ঘোষনা দিয়েছিলেন এটাই তার শেষ নির্বাচন, আবার তার অনুগামীদের বিরুদ্ধে রয়েছে মাদক বিক্রির বিস্তর অভিযোগ, দল ভারী করার জন্য দলের ভেতর বি এন পি জামায়াত ঢুকানোর অভিযোগ ও রয়েছে তাই ৩য় বার এর মত নির্বাচন করে কতটুকু সফল হতে পারবেন তা ও এক প্রশ্ন।

শাহ ফয়েজ উল্লাহ, মেয়াদউত্তীর্ণ  যূবলীগের কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তিনিও গেল দুইবার চেষ্টা করেও বিজয়ী প্রার্থীর ৩ ভাগ এর এক ভাগ ভোট এ ভাগ বসাতে পারেন নি,

সম্প্রতি তিনিও তার ৩য় স্ত্রীকে মারধরের অভিযোগে নারী নির্যাতন মামলায় জড়িয়ে ছিলেন অনেকদিন আত্মগোপনে। সম্প্রতি শহরে ফিরে নির্বাচনের প্রস্তুতির কথা জানা গেলে ও সাধারন মানুষের মনে তার জন্য জনপ্রিয়তা অনেকটাই অস্তমিত।

ইব্রাহিম আদহাম খান, সবচেয়ে তরুন, একবারেই নতুন এবং কোন রাজনৈতিক দল এর সাথে সংশ্লিষ্টতা না থাকলেও রাজনৈতিক পরিবার এর সন্তান হওয়ায় অনেক কর্মকান্ড ই তার রাজনীতিতে আগমনের আভাস বলে লোকমুখে শোনা যাচ্ছে,  দাদা নারায়ণগঞ্জ এর সাবেক এম এল এ আব্দুস সামাদ খান এর সর্বকনিষ্ঠ নাতি হওয়ায়, এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট খালেদ হায়দার খান কাজল এর ছোট ভাই হওয়ায় রাজনৈতিক ও ব্যবসায়ীক সংগঠনের মহলে তার পদচারনা অনেকটা সহজ হয়ে যাওয়ায় খুব ই তাড়াতাড়ি শহরের চেনা মুখ এ পরিণত তিনি।নিজেও একটি অরাজনৈতিক সংগঠন নারায়ণগঞ্জ ইয়থ ক্লাব এর সভাপতি, করোনা প্রতিরোধে কাজ করেছেন, দেশের হয়ে করেছেন আন্তর্জাতিক মন্ডলে প্রতিনিধিত্ব।

আসন্ন নাসিক,নির্বাচন  ১৩ নং ওয়ার্ডে মো:রবিন হোসেন একজন তরুন জনদরদী সমাজ সেবক,বিগত করোনা (লকডাউন)এর সময়ে মরনের ভয়কে তুচছ করে মানুষের ঘরে ঘরে   চাল,ডাল,তেল   খাবার সহ নানা সহযোগিতা করে ১৩নং ওয়ার্ড বাসীর অন্তরে জায়গা করে নিয়েছেন, এ ব্যাপারে রবিন হোসেন বলেন ১৩ নং ওয়ার্ডবাসী চাইলে নির্বাচন করবো।

  1. তবে নতুন প্রার্থীরা কি করবেন তা ভোটের মাঠে বলে দিবে ভোটার গন।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell