নগর সংবাদ।।কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়ার মজলিশপুরের দরিদ্র রফিকুল খেয়ে না খেয়ে দুটি গরু পোষেন। গরু দুটি ঢাকা নিয়ে আসা হবে সে সময় পর্যন্ত রফিকুলের বাড়িতেই রাখার শর্তে ক’দিন আগে ১ লাখ ৬৭ হাজার টাকায় দুটি গরু কিনে রফিকুলের বাড়িতেই রেখে যান গরু ব্যবসায়ী । এরই মাঝে গত রাতে গোয়ালঘরে খাবারের সাথে বিষ মিশিয়ে গরু দুটি হ’ত্যা করেছে কে বা কারা….!!