আজ পাঁচই সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার, ঠিক বিকেল পাঁচটায়, মমতা বিনানি অ্যান্ড অ্যাসোসিয়েট চ্যারিটেবল ট্রাস্ট এর প্রেক্ষাগৃহে, সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ,একটি কেক কাটার মধ্য দিয়ে এই শিক্ষক দিবস পালন করলেন,
একটু অন্য ভাবনায়, বিভিন্ন জায়গায় যখন শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হচ্ছে ও পালিত হচ্ছে, ঠিক তার পাশাপাশি মমতা বিনানি একটু অন্য ভাবনায় এই শিক্ষক দিবস পালন করলেন, প্রতিবছরের ন্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ভবানীপুর কলেজের দিলীপ শাহ মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টের চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, এস বিনানি ,
উপস্থিত ছিলেন মমতা বিনানি অ্যাসোসিয়েট ও এম এস এম ই ডেভেলপমেন্ট, ওয়েস্ট বেঙ্গল এর প্রেসিডেন্ট মমতা বিনানি । এছাড়া উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েটস ও চ্যারিটেবেল ট্রাস্টের কর্মীবৃন্দরা, সকল অতিথিদের উত্তরীয় দিয়ে সম্মানিত করেন এবং একটি সুন্দর কেক কাটার মধ্য দিয়ে আজকের দিনটি পালন করলেন। সকল সাংবাদিক বন্ধুদের সামনে তিনি বিভিন্ন ভাবে শিক্ষক দিবসকে তুলে ধরার চেষ্টা করলেন, যিনি একধারে আইনজীবী এবং অন্যদিকে এম এস এম ই ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট, তিনি জানান আজকের এই সেলিব্রেট করার কারণ,
শুধু মানুষের সামনে তুলে ধরার জন্যই এই ধরনের একটি সেলিব্রেট আমি করছি। প্রতিবছর আমি শিক্ষক দিবস পালন করি, কিন্তু এই বছর আপনাদের সামনে তুলে ধরার কারণ যাতে, সকলের সামনে এই বার্তাগুলি পৌঁছে যায় এবং শিক্ষক দিবসকে যাতে একটু বড় করে পালন করা হয় তার বার্তা দেওয়ার জন্য, ইদানিং দেখা যায় বিভিন্ন উৎসব পালিত হচ্ছে তার সাথে সাথে বিভিন্ন ডেকে কেন্দ্র করেও বড় করে পালন করা হয় যেমন চকলেট ডে ,
ফ্রেন্ডশিপ ডে, রোজ ডে, এছাড়া অন্যান্য ডে, । কিন্তু শিক্ষক দিবস সেই ভাবে পালন করা হয় না, জাহাদের কাছে আমরা শিক্ষা নিয়ে থাকি, যাহারা আমাদেরকে শিক্ষা দেন, যারা আমাদের গুরু তাদেরকে আমরা মনে রাখি না । তাই এই দিনটি পালন করলেও, সেই ভাবে কেউ পালন করেন না, তাই আমি সবার সামনে তুলে ধরতে চাই, সব ডে যেভাবে পালন করা হয়
, শিক্ষক ডে টাও যেন একইভাবে পালিত হয়। এবং একটু বড় করে পালিত হলে শিক্ষকদের প্রতি একটা আলাদা সম্মান থাকবে । তাই সকল ছাত্র-ছাত্রীদেরও কাছে আমার বার্তা ,তোমরাও শিক্ষক দিবস কে ভুলনা, শিক্ষকদের ভুল না, শিক্ষক দের এইভাবে সম্মান দেওয়ার চেষ্টা করো, ।