কয়েকদিন আগেই চলছিল রবীন্দ্র সদন চত্তরে সংগীত মেলার আয়োজন, তারপর এই শুরু হয়ে গেল দমদম এর সংগীত মেলা, মানুষের কাছে অন্য রকম কলআনন্দ , এমনকি সঙ্গীতপ্রেমীদের কাছেও। যারা গান ভালবাসেন তাদের কাছে আলাদা প্রেরণা যোগাবে। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দমদমে মাননীয় সাংসদ সৌগত রায় মহাশয়,
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দমদম এর বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য ,দমদমের বিধায়ক বার্ত্য বসু এবং বরানগরের বিধায়ক তাপস রায় সহ অন্যান্যরা। উদ্বোধন পর্বের শেষে, সকল অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন ,
বরণ করে নেন শিল্পী হৈমন্তী শুক্লা কেউ। অনুষ্ঠানের যে সকল অতিথিরা ছিলেন তাহাদের কেউ বরণ করে নেন। প্রবীর পাল মহাশয়ের উদ্যোগেই এই সুন্দর একটি সংগীত মেলা র আয়োজন, সংগীত মেলায় উপস্থিত থাকবেন বোম্বের সংগীত শিল্পী সনু নিগম, এছাড়াও থাকবেন অন্যান্য বাংলা শিল্পীরা,
কয়েকদিন ধরে মাতিয়ে তুলবে সংগীতের মধ্য দিয়ে দমদম এলাকা বাসীদের মন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ,একটি সাংবাদিক সম্মেলন করেন , উপস্থিত বিধায়ক ও মন্ত্রীরা, সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ব্রার্ত্য বসু বলেন ,মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়,
বাংলার মানুষ বিভিন্ন অনুষ্ঠান দেখতে পায়, ৩৪ বছরে বামফ্রন্ট সরকারের আমলে এলাকার মানুষ দেখেনি, বাংলার মানুষ দেখেনি, পাশাপাশি বর্তমান কেন্দ্রে যে শাসক দল রয়েছেন, তারাও বাংলা সংস্কৃতি বিরোধী,
কিন্তু তিনি বলেন, যে বাংলার প্রত্যেকটি মানুষ সমস্ত ভাষাকে শ্রদ্ধা করে, সম্মান করে ,তাই আমরা জোর গলায় বলতে পারি, এরকম একটি অনুষ্ঠান করে আগে দেখাক, বাংলার মানুষ চাইছে কিনা। সাথে সাথে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ,উপস্থিত বিধায়ক ও সাংসদরা, নতুন বছর সবার ভালো কাটুক।।
শম্পা দাস,সম্পাদক
দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো