আজ ২৮ শে অক্টোবর শনিবার, সকাল থেকেই মেতে উঠেছে লক্ষীপুজোর আয়োজনে, মুখ্যমন্ত্রীর দপ্তর গ্রুপ ডি এর বঞ্চিত চাকুরী প্রার্থীরা, লক্ষ্মী পূজোর আয়োজনে কোনো কিছুই বাকি রাখেন নি, ব্রাহ্মণ থেকে শুরু করে, ফুল ফল চিড়ে গুড় ,লক্ষ্মী প্রতিমা সবই আয়োজন করেছেন , এবং আজ তাদের মুখ্যমন্ত্রীর দপ্তরে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তাদেরকে বলা হয়, আজকে যাওয়া যাবে না নির্দেশ এসেছে, আগামীকাল আপনারা দেখা করবেন,
এতে গ্রুপ ডি এর বঞ্চিত প্রার্থীরা আরো বিক্ষোভে ফেটে পড়েন, বলেন প্রতিবারই যখন আমাদেরকে সময় দেয়া হয় আর তারই কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়ে দেয়া হয় এবং বিভিন্নভাবে আমাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, আজ পর্যন্ত যা যা বলেছেন কোনটাই কাজে করেননি, আজও তাই একইভাবে আমাদেরকে জানানো হলো এবং এও জানালেন যদি আপনারা বিক্ষোভ দেখান, ও প্রশাসনের কথা না শুনেন, তাহলে কালকের থেকে বসতে দেওয়া যাবে না,
কিন্তু চাকুরী প্রার্থীরা কোন কথায় কর্ণপাত করলেন না, তারা বলেন দেখা যাক কিভাবে না বসতে দেয়। আমরা ২০১৭ পাস করা বঞ্চিত গ্রুপ ডি এর চাকুরী প্রার্থী অপেক্ষা করেছি। জল ঝড় বৃষ্টি পুজো পার্বণ সব কিছুকে ফেলে এই ধরনায় মাতঙ্গিনী হাজরার পাদদেশে। দরকার পড়লে আরো ২০০০ দিন কাটাবো। তবুও আমরা ধর্না ছেড়ে উঠবো না, যতদিন না আমাদের চাকুরী হচ্ছে। কিভাবে আমাদের তুলতে পারে দেখব। বহুবার আমাদেরকে জেলে ভরেছে তাতেও আমরা বিচলিত নয়, আমরা চুরি ডাকাতি করিনি, আমাদের ন্যায্য চাকরি ও পাওনা আমরা চাইছি, তার সাথে সাথে চলছে লক্ষ্মীপুজো,, চলছে মন্ত্র পাঠ ,ধুপ ধুনা এবং লক্ষ্মী পাঁচালী পড়া, কিরে বাতাসা মালা কোনটাই বাদ রাখেননি, আর লক্ষ্মীর কাছে একটাই প্রার্থনা করলেন,
এই জ্বালা যন্ত্রণা থেকে তাড়াতাড়ি অব্যাহতি দাও। কেন যোগ্য চাকুরী প্রার্থীদের চাকরি হচ্ছে না, সরকার আমাদের দিকে মুখ ঘুরিয়ে রয়েছেন।, একদিনও সরকারের বিবেচনা হয় না আমাদের কাছে এসে বা কাউকে পাঠিয়ে আমাদের কথা শোনার, আর আমরা যখন আন্দোলন করছি, প্রশাসনের সাহায্যে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। তাই আজ লক্ষ্মী পুজো করে আমরা মায়ের কাছে প্রতিজ্ঞা করছি,, হয় সরকার চাকরি দিক, না হয় সরকার জানিয়ে দিক, পশ্চিমবঙ্গের চাকরি নাই, সমস্ত কিছু টাকার বিনিময় বিক্রি হয়ে গেছে,, আমরা জানি সমস্ত দপ্তরে ভ্যাকেন্সি খালি ,স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে, তবুও সরকার উপযুক্ত চাকরি প্রার্থীদের চাকরি দিচ্ছেন না, আর এটা নিজের দপ্তর, শেখানে আমাদের আমাদের পাওনা চাকরি আটকে রাখা হয়েছে। আজ আমরা ধরনায় বসে, আগামীকাল কর্নিভাল রেড রোডে অনুষ্ঠান হল, সামনে মাননীয় মুখ্যমন্ত্রী এলেন, তবুও একবার আমাদের কাছে এসে দেখা করেননি।, উনি আমাদেরকে বসতে দেওয়া হয়নি, আড়াল করার চেষ্টা করলেন, আর আজ যেমনি আমাদের যাওয়ার কথা ছিল সঙ্গে সঙ্গে প্রশাসন দিয়ে আমাদেরকে বলে দেয়া হলো আজকে যাওয়া যাবে না, কিন্তু আগামীকাল রবিবার আমাদের কে যাওয়ার কথা বলেছেন, আর আগামীকাল রবিবার ,,এটা কি সত্যি না, আবার আমাদের একইভাবে সময় দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, কেন মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কথা বলতে পারছেন না, অথচ সাদা কাগজে প্রার্থীরা চাকরি করছে। আর শিক্ষামন্ত্রী ও চুপ করে রয়েছেন, এত চাকরিপ্রার্থী মাতিরঙ্গিনী হাজরা সামনে ধরনায় দিন গুনছেন।