২৮ শে মার্চ বৃহস্পতিবার ঠিক বিকেল সাড়ে পাঁচটায়, প্রিয়া সিনেমা হলে অনির্বাণ চক্রবর্তী পরিচালিত, শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে অভাগীর স্বর্গ থেকে নেওয়া কিছু গল্প কে নিয়েই পরিচালক অনির্বাণ চক্রবর্তী পরিবারের দেখার মতো একটি সিনেমার শুভ সূচনা করলেন , ও অভাগী।
স্বভূমি এন্টারটেইনমেন্ট প্রযোজিত এবং অনির্বাণ চক্রবর্তী পরিচালনায় ও অভাগী সিনেমাটি সকল দর্শকদের মন কাটবে বলে আশা করেন, যেখানে রয়েছি পারিবারিক গল্প এবং মেয়েদের বিভিন্ন দিকগুলি তুলে ধরা হয়েছে।,
মেয়েরা লাঞ্ছিত, নিপীড়িত এবং পরিবারের মধ্যে কিভাবে নিজেদের কে তুলে ধরেছেন তার ভূমিকা নিয়েই এই সিনেমা। সবার দেখার মত সিনেমা একটা মেয়ের জীবন কাহিনী নিয়ে সিনেমা। শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প মানেই একটা আলাদা পরিবেশ কি মনে করিয়ে দেয়, ২৯ এ মার্চ থেকে সমস্ত প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।
যে সকল কলাকুশলীরা অভিনয় করেছেন, তাদের মধ্যে রয়েছেন, রাফেত রশিদ মিথিলা, সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জী, ঈশান মজুমদার, সায়ন ঘোষ, জিনিয়া পান্ডে, কৃষ্ণ ব্যানার্জি ,সৌরভ হালদার সহ অন্যান্যরা।
যিনি এই সুন্দর গল্পটি তৈরি করতে সাহায্য করেছেন প্রোডিউসার ডক্টর প্রবীর রায়। এছাড়া রয়েছেন এডিটর সুজয় দত্ত রায় ,মিউজিক ডিরেক্টর মৌসুমী চ্যাটার্জী, সংগীতে লগ্নজিতা চক্রবর্তী ,
রূপঙ্কর বাগচী, চন্দ্রানী ব্যানার্জি ,অনিমেষ রায়, অনির্বাণ রায় এবং ডিওপিতে মলয় মন্ডল।। সংক্ষিপ্ত বার্তার মধ্য দিয়ে জানাতে চাইলেন, বইটি আমরা তৈরি করেছি বহু পরিশ্রমের মধ্য দিয়ে, একটি মেয়ের জীবন কাহিনী তুলে ধরে,
দর্শক ও সিনেমা প্রেমী এর বিচার করবেন কতটা ভালো লেগেছে, সবাই দেখুন আর আমাদেরকে এগিয়ে চলার পথ দেখান। আপনাদের বিচারে আবার তৈরি হতে পারে আরো একটি নতুন ছবি। আপনাদের ভালোলাগার উপর নির্ভর করে