কলকাতার প্রিয়া সিনেমা হলে সাড়ম্বরে মুক্তি পেলো- বাংলা সিনেমা- লক্ষীকান্তপুর লোকাল।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”
সন্ধ্যা থেকেই যেন চাঁদের হাট বসে গিয়েছিল, সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন, কখন এই সিনেমা মুক্তি পাবে, ঘন্টার পর ঘন্টা হলের বাইরে অপেক্ষায় দর্শকেরা, চলছে অভিনেতা অভিনেত্রীদের আনাগোনা, এবং নেত্রীদের আনাগোনা, আর সাথে সাথে নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশন ও বাজনদারদের বাজনায় এলাকা জমজমাট।

উপস্থিত ছিলেন বিধায়ক ও। অভিনেতা সকলের প্রিয় মানুষ মদন মিত্র, রাজ কমল মুখার্জি, প্রডিউসার সঙ্গীতা সিংহা, এক্সিকিউটিভ পড়ো স্যার সৌমিত্র ভান্ডারী, কৌশিক গাঙ্গুলী।, চূর্ণী গাঙ্গুলী, ঋতুপর্ণ সেনগুপ্ত, জুন মালিয়া, রাজনন্দিনী পাল , জন ভট্টাচার্য, হরনাথ চক্রবর্তী, অশোক বিশ্বনাথন, দেবলীনা, ইমন,এছাড়া উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ, দেবাংশু, কুমার সাহা, ঝন্টু, রানা বসু ঠাকুর, সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রী এবং সদস্যরা।

সকলের একটাই বক্তব্য, এর আগে একটি বনগাঁ লোকাল বলে ছবি হয়েছিল।, যেখানে আলোড়ন সৃষ্টি করেছিল হলে হলে, এবারও আমরা আশা করছি যে নামকরণের মধ্য দিয়ে লক্ষীকান্তপুর লোকাল কে তুলে ধরা হয়েছে এবং তুলে আনা হয়েছে প্রিয়া সিনেমা হলে, সিনেমা প্রেমী দর্শকেরা দেখে মুগ্ধ হবেন আশা করা যায়,

আমরা তুলে ধরার চেষ্টা করেছি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্ত পুর লাইনের মানুষের জীবনযাত্রা এবং প্রতিদিনকার নিয়মিত আসা-যাওয়া, যেভাবে মানুষ প্রতিদিন অফিসে আসা যাওয়া করেন, এই সকল ঘটনাকে কেন্দ্র করে আমাদের তৈরি সিনেমা, লক্ষীকান্তপুর লোকাল, যেখানে একগুচ্ছ অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন।

এর সাথে সাথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এস আই আর নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার, কারণ মানুষকে হয়রানি করছেন, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, সাধারণ মানুষের মৃত্যু ঘটছে, আমরা কখনোই তা মেনে নেব না,

আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দৃঢ় প্রতিবাদ জানাচ্ছেন, তাই নয় যাতে কারো ভোটাধিকার না যায় তার জন্য লড়াই চালাচ্ছেন। সমস্ত কর্মীবৃন্দদের এই লড়াই সামিল হতে আহ্বান জানিয়েছেন।

তাই আজ মুক্তি পাওয়া লক্ষ্মীকান্তপুর লোকাল এর মধ্য দিয়ে, সাধারণ মানুষকে জানাতে চাই, আপনারা ভয় পাবেন না, আমরা কারো ভোট নষ্ট হতে দেব না , আপনারা ২০২৬ এ তার জবাব দেবেন,

মুক্তি প্রাপ্ত লক্ষীকান্তপুর লোকাল ছবিটি দেখার জন্য সন্ধ্যে থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শকেরা, কেউ কেউ বলে উঠছেন,

আমরা বনগাঁ লোকাল দেখে মুগ্ধ হয়েছি এবং অনেক কিছু জানতে পেরেছি, এবারও আশা করছি এই ছবিটা আমাদের মুগ্ধ করবে,
