আজ ১১ই ডিসেম্বর সোমবার,, দুপুর একটায়, , ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ডাকে,, এবং রাজ্য সভাপতি মনসা সেনের নেতৃত্বে,, মদ ও জুয়ার বিরুদ্ধে, ঝাঁটা হাতে ,,, মৌলালী রামলীলা ময়দান থেকে গান্ধী মূর্তি পর্যন্ত এক বিশাল পদযাত্রা ও মহা সমাবেশ করলেন,, কয়েক হাজার ওয়েলফেয়ার পার্টির সদস্যরা এই পথসভায় পায়ে পা মেলান এবং সমাবেশে যোগ দেন।,
সাথে সাথে রাজ্য সরকারকে ধিক্কার জানান, এই সকলের বিরুদ্ধে, এই বিক্ষোভ অভিযান শুরু হয় ১১ই অক্টোবর ২০২৩,, আর আজ তার শেষ দিন ,,,রাজ্যব্যাপী বিক্ষোভ অভিযান তারা করেছিলেন। গ্রামে, গঞ্জে ও শহরে এই মদ ও জুয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন।,,
তাহারা বলেন, রাজ্য সরকার কিভাবে মদের লাইসেন্স দিয়ে, বেকার ছেলেদের মদ খাইয়ে নেশায় পরিণত করছে, এবং জুয়া ও সাপটার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করে ফেলছে, নেশার টাকা না পেয়ে বাড়িতে বাড়িতে খুন খারাপই বেড়ে চলেছে বৌদের মারধর পর্যন্ত করতে ছাড়ছে না, বাড়ির ঘটি বাটি বিক্রি করে ফেলছে,,
ছেলে মেয়েদের পড়াশোনা গোল্লায় যেতে বসেছে, তাও সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই, ঘুরে টাকার জন্য পাড়ায় পাড়ায় মদের দোকান ও বার খুলে দিচ্ছে,,, আমরা তার প্রতি ধিক্কার জানাই। অবিলম্বে এই সকল বন্ধ করতে হবে।,
তাই আমাদের এর বিরুদ্ধে লড়াই,, শুদ মুক্ত অর্থনীতি ,মদ মুক্ত দেশ ,জুয়া মুক্ত জনজীবন ,ঘুষ মুক্ত পরিবেশ চাই।, সারা দেশে অরাজকতা বন্ধ করতে হবে উপযুক্ত ছেলেমেয়েদের চাকরি দিতে হবে। এবং ঘুষখোর দালালদের শাস্তি চাই ,মন্ত্রীদের শাস্তি চাই।,, আর একটা কথাই মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই,, এইভাবে বেশি দিন গদিতে থাকা যায় না,,
যদি দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে না আসে,, তবে আমরা আরো বৃহত্তর আন্দোলন করবো এবং দেশকে মদ ও জুয়া মুক্ত করে ছাড়বো।,,,। আজ কলকাতার নাম মুছে গিয়েছে, এমনকি ধর্মতলা কে মানুষ ভুলে গিয়েছে, আজকে সকলে ধর্মতলাকে ধরনা সরণী বলে চিনশে,, আপনার লজ্জা হওয়া দরকার,,আজ পাস করা চাকরি প্রার্থীর ছেলে মেয়েরা , হাজার দিনেরও বেশি এই গান্ধী মূর্তির সামনে বসে রয়েছেন, এমনকি তাদের দুঃখে তারা ন্যাড়া পর্যন্ত হয়েছেন ,
এর থেকে আপনার বেশি লজ্জার আর কি আছে, কারন আপনিও একজন মহিলা মন্ত্রী, তবুও আপনি চুপ করে বসে আছেন, এমনকি শিক্ষা মন্ত্রীও একবারও তাদের সামনে এসে সহানুভূতি দেখাতে পারেননি।,,
আমরা এসব বরদাস্ত করবো না ,যদি আপনি ন্যায় বিচার না করেন , তবে এ আন্দোলন আরও জোরদার হবে এবং বাড়ীর মেয়েরাও জোরদার আন্দোলনে নামবে,, আজ মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের সর্বভারতীয় নেতৃত্বরা,, উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি ইলিয়াস সাহেব সর্বভারতীয় সাধারণ সম্পাদক শীমা মহর্ষি , উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মনসা সেনএছাড়াও উপস্থিত ছিলেন গুজরাট, কেরালা ,মহারাষ্ট্র উত্তর প্রদেশ সহ ,প্রায় 13 টি রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্য নেতৃত্বরা সর্বশেষে তারা বলেন,,, শুদ মুক্ত অর্থনীতি দেশে প্রচলন করলে,,,,,, কৃষক সুদের দায়ে আত্মহত্যা করবে না,,, গ্রামগঞ্জে বন্ধন উজ্জীবনের সুদের ফাঁদে পড়ে সাধারণ মানুষ নাস্তানাবুদ হবে না,,,,, কল কারখানা বন্ধ হয়ে শ্রমজীবী মানুষ কর্মচুত্য হবে না ,,, শিক্ষিত যুবক যুবতী বেকারত্বের দহন যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যাবে না,,,,। আমরা এদের পাশে আছি সর্বদাই থাকবো,, দেশকে মুক্ত করবো,।