কলকাতা ধর্মতলা চত্বরে, এক ঘন্টার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
পৌনে দুটো থেকে বৃষ্টি শুরু হলেও এখন পর্যন্ত চলছে বর্তমানে মুষলধারে বৃষ্টি, পথ চলতি মানুষ আটকে মেট্রো স্টেশন ,বাসস্ট্যান্ড, এবং রাস্তার দু’ধারে ছাতা মাথায়, অপেক্ষা করছেন বাস ধরার জন্য, কিন্তু তাদের প্রয়োজনীয় বাস এই বৃষ্টিতে পাচ্ছেন না। মেয়ো রোড,ধর্মতলা বাস স্ট্যান্ড,নিউ মার্কেট, রাজভবন, কে সি দাস প্রভৃতি এলাকায় জল প্লাবন। এমনকি যানজটের সৃষ্টি হচ্ছে, পথ চলতি মানুষ আটকে পড়েছেন না রাস্তায়, তবে মেঘের আবহাওয়া দেখে বোঝা যায় বৃষ্টি এখনো কতক্ষণ চলবে তা সঠিক বোঝা যাচ্ছে না। এখনো পর্যন্ত সমানে চলছে বৃষ্টি। দুপুর 1:30 টা আস্তে আস্তে ঘন কালো মেঘ জমতে থাকে, সারা ধর্মতলা চত্বর ধর্মতলা চত্বর কালো মেঘে ঢেকে যায়, পথ চলতি মানুষ বুঝে ওঠার আগেই মুষলধারে বৃষ্টি নেমে পড়ে, এবং মেট্রো যাত্রিরা আটকে পড়েন মেট্রো স্টেশনে স্টেশনে। মাঝে একটু করে বন্ধ হলেও , বৃষ্টি থাকতে আরো জোরে আসে।