নগর সংবাদ।।: আশিকুর রহমান, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি । নেত্রকোনার কলমাকান্দায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারিপল্লী উদ্যোক্তাদের মাঝে স্বল্প ও সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার পল্লী ভবন মিলনায়তনে উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, প্রেসক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু সহ আরো অনেকেই। পরে ২৭ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ২৪ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়।