এটিই একমাত্র রাস্তা কলমাকান্দা সরকারি কলজের যাওয়ার। এছাড়াও একই রাস্তা দিয়ে চলাচল করতে হয় বিশরপাশা, কলমাকান্দা বর্ডার পাচগাও, ডাইয়ার কান্দা ,রংছাতি ,সহ বেশ কয়েকটি গ্রামের লোকজনদের । রাস্তায় চলাফেরা করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগের স্বীকার হচ্ছেন এই এলাকার জনবসতি সহ বেশ কয়েকটি এলাকার মানুষ । মাঝে মধ্যেই বড় বড় ট্রাক এসে আটকে যাওয়ার ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। আজ সরজমিনে গেলে দেখা মিলে এই চিত্রের । পথযাত্রী দের সাথে কথা বলে জানা যায় , পুরো রাস্তা জুড়েই রয়েছে বিশাল বিশাল কয়েকটি গর্ত। যার কারণে গাড়ি গুলো টিক মত চলাফেরার জায়গা পাচ্ছেনা।ফলে এত বড় যানজটের সৃষ্টি। স্থানীয়রা জানান , এই রাস্তা নষ্ঠের মূল কারণ লরি ট্রাক । ট্রাকগুলো দিনে রাতে এই রাস্তা দিয়ে বালুর সরবরাহ করে । যার কারণে রাস্তাটি জুড়ে গর্তের সৃষ্টি হয়। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং কর্তৃপক্ষ যেনো খুব দ্রুত এই রাস্তা মেরামতের কার্যাবলী শুরু করেন এই প্রত্যাশা ব্যক্ত করেছেন ।