কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় আজ ৩০/১১/২০২৩ ইং তারিখে সকাল ৬ ঘটিকার সময় চৌদ্দগ্রাম থানায় কর্তব্যরত বিচক্ষণ এস আই ( নিঃ) রুহুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় রাত্রীকালীন ডিউটি চলাকালে বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ০৮নং মুন্সিরহাট ইউপিস্থ বৈলপুর সাকিনে জনৈক আলম এর দোকানের (অনুমান ২০০ গজ পশ্চিম )পাশে পাকা রাস্তার উপর হতে ২৯ বোতল বিদেশী মদ ও একটি সিএনজি গাড়ী সহ আসামী ০১। মোঃ সাব্বির হোসেন প্রঃ শ্রাবন (১৯), ০২। ইব্রাহিম খলিল @ সাগর (১৯) আসামিদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ২৪(খ)/৩৮/৪১ ধারায় এজাহার দায়ের করেন যার মামলা নং-৪১,তারিখ-৩০/১১/২০২৩, । উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের সঙ্গীয় পলাতক আসামী জাকির হোসেন (২৮) এর বিরুদ্ধে পূর্বের আরো ৩ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে জানতে চাইলে উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মাথায় রেখে উক্ত থানা এলাকায় চলমান মাদকের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকদ্রব্যের চোরাচালান রোধে চৌদ্দগ্রাম থানায় মাটিতে মাদকের অস্তিত্ব নিধনে যথেষ্ট তৎপর রয়েছে বলে জানিয়েছেন।