মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ইউনিয়নের ১০টি কেন্দ্রে ৫১টি ভোটকক্ষ ভোট গ্রহণ শুরু হয়।
সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল সমপরিমাণ। এদিকে ভোটগ্রহণে দেরি হওয়ার অভিযোগ করেছেন ভোটাররা।সকাল ১০টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবলাকী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটকক্ষের বাইরে তীব্র রোদের দীর্ঘ সময় অপেক্ষা করছে কয়েকশতাধিক নারী পুরুষ ভোটার।
সোহেল নামের এক ভোটার বলেন, সকাল ৯টায় এসেছি। ১ ঘণ্টা ধরে দাড়াই আছি। অনেক মানুষ তার মধ্যে দেরিতে ভোট নিচ্ছে। এইজন্যই সমস্যাই আছি।
রাসেল নামের একজন বলে, ইভিএমে ভোট দিতে পেরে খুশি। বুঝতে একটু কষ্ট হয়েছে। তবে ভবিষ্যতে দিতে গেলে আরও সহজ হবে।
এক নারী ভোটার বলেন, দুপুরে সংঘর্ষ আর ঝামেলা হতে পারে ভেবে সকাল সকালই ভোট দিতে বাড়ির সব নারী ভোটাররা চলে এসেছি। কেন্দ্রে কোনো ঝামেলা নাই।
ভোট গ্রহণে বিলম্বের বিষয়টি সম্পর্কে চরবলাকি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আসাদুজ্জামান জানান, কিছু কিছু ভোটারদের একটু সময় বেশি লাগছে এছাড়া সময়ের মধ্যে ভোট নেওয়া হচ্ছে। প্রচুর সংখ্যক ভোটার চলে আসায় চাপ পরেছে। এছাড়া কোনো সমস্যা নেই। দুপুরের পর হয়তো চাপ কমে যাবে
এদিকে সকালে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবলাকী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসার পথে বেশ কিছু নারী ভোটারদের বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন বেশ কয়েকজন নারী ভোটার।
রাহিমা নামের এক নারী ভোটার জানান, নৌকা মার্কার প্রার্থীর লোকজন রাস্তায় দাঁড়াই আছে। অনেককেই ভোট দিতে আসতে বাধা দিচ্ছে। আমাকেও যেতে দেয় নাই। আমি বলছি যে আমি কারোর পক্ষের না। তারপরও এমন করেছে মিঠুর লোকজন। পরে লুকিয়ে আসতেছিলাম, সেখানেও ৫০জন দাঁড়াই ছিল।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, সকাল থেকেই দায়িত্ব পালন করছি, এখন পর্যন্ত আমার কাছে কেউ এমন অভিযোগ করেনি। যদি কোনো অভিযোগ পাই তবে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চরবলাকি নতুনচর কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, কয়েকজন নারী এমন অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্রে ভোটের পরিবেশ স্বাভাবিক আছে।
হোসেন্দী ইউনিয়নটিতে মোট ভোটার ১৮ হাজার ৮৫৪ জন। এরমধ্যে নারী ভোটার নয় হাজার ৭২৮ ও পুরুষ ভোটার নয় হাজার ১২৬ জন।
ইউনিয়নটির চেয়ারম্যান আক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দুই প্লাটুন বিজিবি, র্যাব ও আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম পদ্ধতিতে চলবে ভোটগ্রহণ।