ঢাকার মুগদা এলাকায় গণপিটুনির শিকার আলামিন নামে এক তরুণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে পুলিশ বলছে, ওই তরুণ ছিনতাই করার সময় গণপিটুনির শিকার হন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীতে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করার সময় জনতা তাকে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীতে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করার সময় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ’
তিনি আরও জানান, নিহত আলামিনের বিস্তারিত ঠিকানা এখনও জানা যায়নি। এ ঘটনায় মুগদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।