রবিবার ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৮:৩২
শিরোনামঃ
নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার-জড়িত কেউ রেহাই পাবে না বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে-তারেক রহমান অজ্ঞান পার্টির মূল হোতা নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন তার কাছে থাকা জুস পান করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ-আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে উপদেষ্টা আসিফ নজরুল,অবরুদ্ধ করে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পূর্ণ প্যানেলে জয়-সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেত্বাধীন প্যানেল’জামায়াত প্যানেল ভরাডুবি চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল,আটক তরুণ গাজীপুরের শ্রীপুরে নারীকে গলা কেটে হত্যা করে মাটিচাপা,লাশ উদ্ধার প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনে ডিসি মাসুদের আসল ছবিকেই এআই বলে প্রচার করে- ডিএমপি

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যা 7 টা 30 মিনিটে চিরবিদায় নিলেন ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র.

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৭, ২০২২, ১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪৩৬ ০৯ বার দেখা হয়েছে

কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।।গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যা 7 টা 30মিনিটে চিরবিদায় নিলেন ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র.

27 শে জানুয়ারি ভর্তি হয়েছিলেন করোণা নিমুনিয়া প্রবলেমে পিজি হসপিটাল, মাননীয় মুখ্যমন্ত্রী আরও ভালো চিকিৎসার জন্য সেখান থেকে তাকে স্থানান্তরিত করেন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে, কাল সকাল পর্যন্ত তিনি সুস্থই ছিলেন খাওয়া-দাওয়া পর্যন্ত করেছিলেন এবং ব্লাড প্রেসারও ঠাকছিলো, কিন্তু সাড়ে সাতটা নাগাদ হঠাৎ এই মর্মান্তিক দুঃসংবাদ পাওয়ায় সারা সংগীতজগতের শোকের ছায়া নেমে আসে মাননীয় মুখ্যমন্ত্রী বাইরে থাকায় তিনি সাথে সাথে শোক প্রকাশ করেছেন ,আজ বেলা 12 টা থেকে 5 টা পর্যন্ত রবীন্দ্রসদনে সাহিত্য ছিলেন, মুখ্যমন্ত্রী বাইরে থেকে ফেরার পর তাকে শেষ বিদায় জানালেন। অগণিত ভক্ত সকাল থেকেই শ্রদ্ধা জানালেন , উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় অরূপ বিশ্বাস, শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রীমতি মালা রায়, শ্রীমতি মুনমুন সেন, দেবাশীষ কুমার এছাড়া অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ ও সকল শিল্পী বৃন্দ, রবীন্দ্র সদন থেকে বিকেল পাঁচটায় সন্ধ্যা মুখোপাধ্যায় কে নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে অগণিত দর্শক এই শোভাযাত্রায় পামেলা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ পায়ে হেঁটে রবীন্দ্রসদন থেকে তারাতলা মহাশ্মশান পর্যন্ত শেষ বিদায় জানান, সকল গুন মুগ্ধ শিল্পী থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা শোকস্তব্ধ, চতুর্দিকে শুধুই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, আর গানের সুরে সুরে তাকে শেষ বিদায় জানান কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত, সরকারি মর্যাদা গান স্যালুট এর মাধ্যমে চির বিদায় জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় খেয়াল, ঠুমরী, ভজন ,কীর্তন ,ভাটিয়ালি, রবীন্দ্রসংগীত ও প্লেব্যাক সবেতেই ছিল শ্রেষ্ঠ শিল্পী, 12 বছর বয়সে আকাশবাণীতে গল্প দাদুর আসরে প্রথম গান গেয়েছিলেন এবং 13 বছর 10 মাস বয়সে প্রথম গান রেকর্ড হয় তুমি ফিরিয়ে দিয়েছো যারে, এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম মুক্তি পাওয়া ছবি সমাপিকা, 1970 থেকে 71 সালে , জয়জয়ন্তী ছবিতে আমাদের ছুটি ছুটি এবং নিশিপদ্ম ছবির ওরে সকল সোনা দুটির জন্য ,সেরা সংগীতের ভারতীয় পুরস্কার পেয়েছিলেন, রাজ্য সরকারের হাত থেকে বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছিলেন কিন্তু শেষ বয়সে কেন্দ্র সরকার পদ্মশ্রী পুরস্কার সন্ধ্যা মুখোপাধ্যায় কে দেওয়ায় তিনি প্রত্যাখ্যান করেছেন আজ সেই শিল্পী চিরতরে বিদায় নিলেন, ..। সন্ধ্যা মুখোপাধ্যায় সংগীত জগতে বহু পুরস্কার পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য বঙ্গভূষণ, এইচএম ভি র গোল্ড ডিস্ক ও প্লাটিনাম ডিস্ক, ইন্দ্রা গান্ধী স্মৃতি পুরস্কার ,রাজ্য সংগীত একাডেমী আলাউদ্দিন পুরস্কার ,,বর্ধমান, রবীন্দ্রভারতী ,যাদবপুর ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট ও আরো অন্যান্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই কিংবদন্তি শিল্পী ,আজ চিরতরে বিদায় নিলেন, রেখে গেলেন কিছু গুণমুগ্ধ নতুন প্রজন্মের শিল্পীদের, তার গান সবার কণ্ঠে বেজে উঠুক ,আত্মার প্রতি শান্তি পাক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

Archive Calendar

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell