
গোয়ালবাটীতে জমকালো আয়োজনে রাস উৎসবের উদ্বোধন।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তরিকতা ও ভালোবাসার আবহে ধুমধাম করে শুরু হলো

গোয়ালবাটীর ঐতিহ্যবাহী রাস উৎসব ২০২৫। সনামধন্য অতিথিবৃন্দ ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মহোৎসবের শুভ উদ্বোধন করেন।

উৎসবকে সফল করতে সুকান্ত হালদার, সঞ্জয় মণ্ডল এবং তাদের সহযোগীরা নিরলস পরিশ্রম করেছেন। উদ্বোধনী মুহূর্তে শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন

গোয়ালবাটীর নারী সমাজ। তাদের আন্তরিকতা ও অতিথিসেবায় মুগ্ধ হন উপস্থিত অতিথিরা।

উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, “গোয়ালবাটীর মানুষের ঐক্য, ভালোবাসা ও উৎসবপ্রেম সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এই রাস উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সমাজের বন্ধনকে আরও শক্তিশালী করে।”

উৎসব চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক সংগীত পরিবেশনা ও সামাজিক উদ্যোগের আয়োজন করা হয়েছে।

এলাকাবাসীর আশা, এবারের রাস উৎসব স্মরণীয় হয়ে থাকবে সবার কাছে।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”
এ বিভাগের আরও খবর...