চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ৫৩ বিজিবি পৃথক অভিযানে ৬৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে বিজিবির চৌকস টহল দল।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।।
বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধীনস্থ মনোহরপুর বিওপির একটি চৌকষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের কাইটাপাড়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ শুকুরউদ্দিনের ছেলে মোঃ উজির মিয়ার বাড়ীর পিছনে পুকুরের মধ্য অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় ৪ টি বস্তার মধ্যে রাখা ৫৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।এছাড়া রাত ৮টার সময় মাসুদপুর বিওপির একটি চৌকষ টহলদল একই গ্রামে অভিযান পরিচালনা করে অন্য একটি পুকুরের মধ্যে একই ভাবে ১৩৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবির টহলদল কর্তৃক ৬৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে শিবগঞ্জ থানায় জমা করে এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩) বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন ৬’শত ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।