মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। হর হামেশাই চুরির খবর শোনা যায়, বাড়ি কিংবা দোকানে চুরির খবর প্রায় শোনা যায়। কিন্তু এবার ঘটনা ঘটলো একটি ব্যতিক্রম চুরির, গতকাল ১৫ তারিখ শনিবার রাতের আঁধারে খানসামার চৌরঙ্গী বাজার, সংলগ্ন, মোঃ হাসান আলী নামের কৃষকের প্রায় দুই বিঘা জমির করলা ক্ষেতের করলা চুরি হয়ে যায়। কৃষকঃ মোঃ হাসান আলী জানান, আবহাওয়া প্রতিকূল না থাকায় এমনিতেই এবার ফলন কম হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। তার উপরে আবার এই চুরি ঘটনা ঘটলো এতে তিনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন এভাবে যদি ক্ষেত থেকে ফসল চুরি হয়ে যায়, তাহলে কৃষকেরা ফসল ফলানোর আগ্রহ হারিয়ে ফেলবে। তিনি এই চুরির ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রাথমিকভাবে জানা যায় এই বিষয়ে এখনও কোন মামলা বা থানায় কোন অভিযোগ জানানো হয়নি।