বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে স্টমাক ওয়াশ দেওয়া হয়েছে।
জামিল হোসেনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন আরেক পুলিশ সদস্য ফজলে রাব্বি। তার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি গিয়ে বলেন, এই বিষয়ে পরে জানানো হবে।
এদিকে, ঢাকা মেডিকেলে ডিউটিরত ডিএমপি কমিশনারের নিজস্ব গোয়েন্দা টিমের সদস্য শংকরের কাছে জানতে চাইলে তিনিও বিষয়টি এড়িয়ে যান।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, একজন পুলিশ সদস্যকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসা হয়েছিল। তাকে স্টমাক ওয়াশ দেওয়া হয়েছে। পরে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তবে কোথায় কীভাবে তিনি অচেতন হয়েছিলেন এ বিষয়ে আমি কিছু জানি না।