শনিবার ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫:১১
শিরোনামঃ
Logo ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-৭ দিন জাতীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার Logo সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যু করা প্রবেশ পাস ছাড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডসহ বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী ‘প্রবেশ পাস’ বাতিল করেছে সরকার-সার্বিক নিরাপত্তার স্বার্থে। Logo থার্টি-ফার্স্ট নাইট আতশবাজি অপ্রতিকার ঘটনা এড়াতে অভিযান -বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করে মহানগর (ডিবি) Logo চাঁদপুরে জুমার সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ায় এক ইমামকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। Logo জানুয়ারীতে ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। Logo চাঁদপুর মেঘনা নদীতে জাহাজে হত্যাকাণ্ডের শিকার সজীবুল ইসলাম-মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন বাবা,, Logo কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল, দীনেশচন্দ্র সেন আলোচনা সভা ও গবেষণা পুস্তক সম্মাননা ২০২৪। Logo লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় গার্মেন্টস ঝুট দখলে নিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ৭ Logo বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় চিকিৎসক জেল হাজতে

টঙ্গীতে জামাই বাজার,এলাকায়, ৮ বান্ডেল তাশ নগদ ৪৫,২৩০/ টাকা সহ ১৯ জন জুয়ারীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ ।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৬, ২০২৩, ১:৪২ পূর্বাহ্ণ
  • ১০০ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

টঙ্গীতে জামাই বাজার,এলাকায়, ৮ বান্ডেল তাশ নগদ ৪৫,২৩০/ টাকা সহ ১৯ জন জুয়ারীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ ।

 

প্রতিবেদন: মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টঙ্গী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম মহোদয়ের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব উজ-জামান এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২৫/০৮/২০২৩ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় ১৯(ঊনিশ) জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ আরিফ মিয়া (১৯), পিতা-ছমির আলী, মাতা-রহিমা বেগম, সাং-ছনবান্দা খলিসাখুড়ী (বলদিয়া), থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম এ/পি সাং-পূর্ব আরিচপুর (গাজীবাড়ী আলম ডেকোরেটরের সামনে), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ২। মোঃ সফু (২০), পিতা-জাহাঙ্গীর আলম, মাতা-জোৎসনা বেগম, সাং-চিলকুড়া বিচান্দ্রপুর (মোহনপুর), থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর এ/পি সাং-পূর্ব আরিচপুর (গাজীবাড়ী ইমাম মুন্সীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৩। মোঃ রোকন মিয়া (২২), পিতা-ফুল মিয়া, মাতা-জয়গন নেছা, সাং-দূর্গাপুর, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ এ/পি সাং-পূর্ব আরিচপুর (গাজীবাড়ী শহীদ গাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৪। মোঃ সুমন মিয়া(৩৮), পিতা-মান্নান, মাতা-আছিয়া বেগম, সাং-পাটগাতী, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ এ/পি সাংÑপূর্ব আরিচপুর (নূর ইসলামের বাসা), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৫। বিশ্বজিৎ (৩৪), পিতা-শ্রী হরিচন্দ্র, মাতা-শ্রীমতি দিপীকা রানী, সাং-সাতিরজান, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা এ/পি গ্রাম-পূর্ব আরিচপুর (খোকা মিয়ার বাড়ী), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৬। মোঃ ইমরান হোসেন (১৮), পিতা-আমির হোসেন, মাতা-মরিয়ম বেগম, সাং-পূর্ব আরিচপুর মমতাজ উদ্দিন স্কুলের পাশে, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৭। বাবলু (২৫), পিতা-তোফাজ্জল হোসেন, মাতা-বানেছা খাতুন, সাং-দন্ডনিয়া, থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর এ/পি সাং-পূর্ব আরিচপুর (মোমেন এর বাসা), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৮। মোঃ মোমিন মিয়া (৩২), পিতা-বাকী সরকার, মাতা-আনোয়ারা বেগম, সাং-মথরাপুর, থানা-চাটমোহর, জেলা-পাবনা এ/পি সাংÑপূর্ব আরিচপুর (মহসিনের বাসা), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ৯। মোঃ মোমিন (২৬), পিতা-সালেহ আহাম্মেদ, মাতা-ফাতেমা, সাং-আফছারখিল, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী, এ/পি সাং-টঙ্গী বাজার (কুতুব উদ্দিনের বাসা), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ১০। মেহেদী হাসান (২২), পিতা-আঃ কুদ্দুছ, মাতা-রেশমা, সাং-ছাওয়ালিয়া, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ এ/পি সাং-পূর্ব আরিচপুর (জামাই বাজার শিপনের বাসা), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ১১। সেলিম (৪০), পিতা-কামাল উদ্দিন, মাতা-কুলসুম, সাং-পূর্ব আরিচপুর (শেরে বাংলা রোড) (ভাসমান), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ১২। তছলিম আহাম্মেদ (৪৭), পিতা-মোন্তাজ বেপারী, মাতা-মরিয়ম বেগম, সাংÑমাছিমপুর (মধুমিতা রোড নাজিমের বাসা), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ১৩। লিটন মিয়া (৪৬), পিতা-আঃ কাদির, মাতা-আনোয়ারা, সাং-পূর্ব আরিচপুর (বেলতলা বস্তি), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ১৪। রুস্তম আলী (২৭), পিতা-মোঃ মফিজুল ইসলাম, মাতা-জাহানারা বেগম, সাং-সুখ্যাতি, থানা-আটয়ারী, জেলা-পঞ্চগড়, এ/পি সাং-পূর্ব আরিচপুর (জামাই বাজার), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ১৫। বাপ্পি (২২), পিতা-আঃ মোতালেব, মাতা-শাহনাজ, সাং-মিরাশপাড়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ১৬। উজ্জল মিয়া (২২), পিতা-লুৎফর হোসেন, মাতা-আমেনা বেগম, সাং-কুমুরুয়া, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর এ/পি সাং-টঙ্গী বাজার (সিরাজ উদ্দিন স্কুল রোড, টুটুল এর বাসা), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ১৭। রিজু (২৩), পিতা-রহিম, মাতা-আমেনা, সাং-পূর্ব আরিচপুর (জামাই বাজার), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ১৮। নোমান (২৮), পিতা-মৃত মতিন, মাতা-পারভীন, সাং-পূর্ব আরিচপুর (ভূইয়া পাড়া), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর। ১৯। আলমগীর হোসেন (৩০), পিতা-আনোয়ারা, মাতা-শেফালী, সাং-জালাসী, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড় এ/পি সাং-পূর্ব আরিচপুর, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।তাদের কাছ থেকে (ক) ০৮(আট) বান্ডিল তাস, (খ) ১৫৩(এক তিপ্পান্ন টি) খোলা তাস (গ) নগদ ৪৫,২৩০/-(পয়তাল্লিশ হাজার দুইশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ বলেন,টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell