””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”‘
নারায়ণা হেলথ কলকাতায় ফুসফুস ও রক্তনালীর যৌথ চিকিৎসায় নতুন দিগন্তপূর্ব ভারতের প্রথম নিবেদিত থোরাসিক-ভাসকুলার দল ও ALCATI ক্লিনিকের সূচনাকলকাতা, ১২ নভেম্বর ২০২৫:

নারায়ণা হেলথ কলকাতা পূর্ব ভারতের প্রথম হাসপাতাল হিসেবে গঠন করেছে নিবেদিত থোরাসিক-ভাসকুলার দল, যা ফুসফুস ও রক্তনালীর জটিল রোগের সমন্বিত চিকিৎসা দেবে।
একই সঙ্গে চালু হয়েছে ALCATI (Advanced Lung Care and Transplant Initiative) ক্লিনিক — যা নারায়ণা আরএন টেগর হাসপাতাল (মুকুন্দপুর), নারায়ণা হাসপাতাল (হাওড়া) ও নারায়ণা হাসপাতাল (বারাসত) – এই তিনটি ইউনিটে শুরু হবে। উদ্বোধন পর্বে রোগীরা বিনামূল্যে পরামর্শ পাবেন।

নারায়ণার এই দলভিত্তিক চিকিৎসা ব্যবস্থায় থোরাসিক সার্জন, ভাসকুলার সার্জন, পালমোনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞরা একত্রে কাজ করবেন, যাতে রোগীরা এক জায়গায় পূর্ণাঙ্গ মূল্যায়ন, সার্জারি ও পুনর্বাসনের সুবিধা পান।

প্রফেসর (ডা.) অমিতাভ চক্রবর্তী, ক্লিনিক্যাল লিড ও সিনিয়র কনসালট্যান্ট, বলেন –
> “যখন ফুসফুস ও বড় রক্তনালী একসঙ্গে আক্রান্ত হয়, তখন যৌথ চিকিৎসা সবচেয়ে কার্যকর। আমাদের লক্ষ্য হলো রোগীর চিকিৎসাকে আরও নিরাপদ ও সহজ করা।”
ডা. মনুজেশ বন্দ্যোপাধ্যায়, কনসালট্যান্ট থোরাসিক ও ভাসকুলার সার্জারি, যোগ করেন –


নারায়ণা হেলথ কলকাতা ইতিমধ্যেই রোবোটিক ফুসফুস ক্যান্সার সার্জারি ও জটিল থোরাসিক-ভাসকুলার

অপারেশনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই উদ্যোগে পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতের রোগীরা

