দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে অতিরিক্ত মদ পানে মনজুরুল ইসলাম (৫৫) নামের গ্রাম পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে বিনাইল ইউনিয়নের দেশমা বাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনজুরুল ইসলাম ওই ইউনিয়নের গঙ্গাদাশপুর এলাকার নছির ফকিরের ছেল। স্থানীয় বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, বেশ কিছুদিন ধরে গ্রামপুলিশ মনজুরুল ইসলাম আদিবাসী গ্রামে গিয়ে দেশি মদ পান করে আসছিলেন
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতেও পরিবারের সবার অজান্তে আদিবাসী গ্রামে গিয়ে অতিরিক্ত মদ পান করেন তিনি। পরে ওই গ্রামের পাশে রাস্তার পাশেই বসে থাকা অবস্থায় ভোরের দিকে তিনি মারা যান। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।