নগর সংবাদ।।রিপোর্ট: আশিকুর রহমান, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি। আজ শুক্রবার , জুমআর দিন। দিনটি মুসলমানের জন্য সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদার দিন। জুমার দিন মুসলিম উম্মার জন্য বিশেষ একটি নিয়ামত। দিনটি অসংখ্য আমলের দ্বারা ভরপুর। এই দিনের সবচেয়ে শ্রেষ্ট আমল হলো নামাজের জন্য আগে আগে মসজিদে যাওয়া। কিন্ত দীর্ঘ দিন লকডাউন থাকার কারণে প্রায় সময়েই মসজিদে গিয়ে নামাজ পড়া হয়ে উটেনি অনেকের। সারা দেশ জুড়ে একই চিত্র দেখা গিয়েছে যে ,সীমিত আকারে নামাজ পড়ার । এছাড়াও সরকার কর্তৃক ঘোষিত হওয়ার পরে থেকে মসজিদ গুলো যেনো এক প্রকার শুন্যতা অনুভব করতে শুরু করে। কিন্ত আজ দেশে যখন লকডাউন তুলে নেয়া হয়েছে তখনই যেন মসজিদ গুলো সহ সকল মুসলিম ধর্মপ্রাণ মানুষগুলার মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। টিক তেমনি কলমাকান্দায় দেখা যায় এরকম বেশ কয়েকটি চিত্র। আজ কলমাকান্দা সরকারি কলেজ মসজিদে গিয়ে দেখা যায় , সবাই অধীর আগ্রহে মসজিদে মনোযোগ দিয়ে এসে ইমাম সাহেবের খুতবা শুনছে। উক্ত মসজিদে প্রায় শতাধিক মুসল্লিদের উপস্থিতিতে মাওলানা মো: হক সাহেবের ইমামতিতে জুমআর নামায আদায় শেষ হয়। নামাজ শেষে ইমাম সাহেবের সাথে কথা বললে উনি জানান, যখন সরকার ঘোষিত লকডাউন চলেছিল। তখন মুসল্লিরা মসজিদে আসা একেবারে কমিয়ে দেয়। কিন্ত এখন মোটামুটি মুসল্লিরা নিয়মিত মসজিদে আসলেও তারা সবাই মাস্ক পরিধান করে সতর্কতা অবলম্বন করেই মসজিদে নামাজ পড়ে। কয়েক জন মুসল্লি জানায় যে ,তারা দীর্ঘদিন মসজিদে আসতে না পেরে হতাশায় ভুগছিলেন । এখন তারা নিয়মিত সরকার ঘোষিত নিয়মাবলী অবলম্বন করেই মসজিদে এসে নামাজ আদায় করছেন।