আওয়ামী লীগ সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এবং আগামীতেও থাকবে বলে জানিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (অক্টোবর ২২) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা এই মাটির সন্তান সবাই। এই মাটিতে নিজ নিজ অধিকার নিয়ে আমরা বাস করব। মহান মুক্তিযুদ্ধে সবাই এক হয়ে যুদ্ধ করেছি। এখানে সবার সমান অধিকার রয়েছে। সেই অধিকার যাতে বলবৎ থাকে, অধিকার যাতে সুপ্রতিষ্ঠিত থাকে আমরা সব সময় সেই চেষ্টাই করি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ উদার মনের। তারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। যে কারণে আমাদের স্লোগান— ধর্ম যার যার, উৎসব সবার।
প্রধানমন্ত্রী বলেন, কেউ যাতে কোন রকম অঘটন ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমার হারাবার কিছু নেই। আমি এসেছি বাংলার মানুষের ভাগ্য গড়তে।
শেখ হাসিনা বলেন, মানুষের কল্যাণেই আমাদের কাজ। মানুষের কল্যাণ করাটাই একমাত্র দায়িত্ব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথ। সঞ্চালনা করেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোমেন মণ্ডল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম।