দেশব্যাপী ভূমিকম্পে আহত নিহত ও ক্ষয়ক্ষতিতে জাকের পার্টি চেয়ারম্যানের শোক ও দু:খ প্রকাশআল্লাহর রহমতলাভে উদ্যোগী হওয়ার উদাত্ত আহ্বান
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল আজ শুক্রবার দেশব্যাপী অনুভূত তীব্র ভূমিকম্পে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। একই সাথে ভূমিকম্পে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। মোস্তফা আমীর ফয়সল দেশ ও জাতির সুরক্ষায় মহান রাব্বুল আলামীনের অনুগ্রহ ও রহমত কামনা করেন।
আজ শুক্রবার বাদ জু’মা বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মী সমর্থক এবং শান্তিকামী জনসাধারণের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্যে জাকের পার্টি চেয়ারম্যান ভূমিকম্পজনিত কারণে আতঙ্কগ্রস্থ দেশবাসীকে আল্লাহর রহমত লাভে ব্রতী হওয়ার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ভূমিকম্পের তীব্রতা যে সতর্কবার্তা দিয়েছে, তাতে সকলকে সততা, ন্যায়নিষ্ঠতা,নীতি নৈতিকতা,আল্লাহর মনোনীত পথ অর্থাৎ সরল সহজ পথে ফিরে আসতে হবে।
মোস্তফা আমীর ফয়সল দুঃখ প্রকাশ করে বলেন, সত্য ও সুন্দর পরিত্যাগ করে অন্যায় অনিয়ম ও অন্ধকারের পথে মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর তরফ থেকে মাইর আসে। দেশে এখন যা চলছে, তা কোনভাবে কল্যাণকর নয়। দুনিয়া লাভের উদ্দেশ্যে মুনাফেকি, বেইমানি, নিষ্ঠুরতা, লাজ লজ্জাহীনতা – সব কুকর্মের মহোৎসব চলছে। অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। বিরাজমান বাস্তবতায় এখন মানুষ মানুষকে ভয় পায়। আল্লাহ পাক তো মানুষ নামের এ ধরনের মানুষ চায় না।
জাকের পার্টি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, মুসলমান নামাজ পড়ে। এই মুসলমান আবার মুসলমানকে রক্ষা কর না। মুসলিম শিশুরা না খেয়ে থাকে,অথচ ধনী মুসলিম দেশগুলো তাদের দেখেও না।
মোস্তফা আমীর ফয়সল বিরাজমান বাস্তবতায় বিশ্ব নবী রাসূলে পাক ( সা:) প্রদর্শিত মহীমাময় ইসলামের তাৎপর্য অনুধাবন করে দেশবাসীকে আল্লাহর রহমত লাভের পথে সত্য ও ন্যায়ের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান