নগর সংবাদ।।মরিয়ম আক্তার, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি, নওগাঁর ধামইরহাটে সাহাপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। ১০ আগস্ট সকাল ১০ টায় সাহাপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। উদ্বোধন শেষে ইসলামী ব্যাংকের পত্নীতলা শাখার এভিপি ও শাখা প্রধান মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে ইসলামী ব্যাংকের রাজশাহী বিভাগীয় জোন প্রধান মো. মিজানুর রহমান মিজি, সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার বেলাল হোসেন, অনুষ্ঠানের সঞ্চালক প্রিন্সিপাল অফিসার আব্দুল খালেক লোটন, নিউ ফারিয়া মোবাইল ফ্যাশনের স্বত্বাধিকারী ও ইসলামী ব্যাংক সাহাপুর কেন্দ্রের এজেন্ট মো. এনায়েত হোসেন, সাহাপুর দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম ও সাহাপুর বাজার বনিক সমিতির সভাপতি আব্দুস সোবহান, অনুষ্ঠানের বিশেষ সঞ্চালক রুহেল আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।