নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট একদিনে ৩৫ জন গ্রেফতার
nagarsangbad24
প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৬, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
১০৭ ০৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট একদিনে ৩৫ জন গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অভিযান চালিয়ে গত একদিনে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।ডেভিল হান্টে গ্রেফতাররা হলেন সিদ্ধিরগঞ্জ যুবলীগের সদস্য শাহ পরান আহমেদ যুবরাজ (২২), নারায়ণগঞ্জ যুবলীগের সদস্য মেহেদী হাসান রুবেল (৩৫), দ্বীন ইসলাম (৩০), আওয়ামী লীগের সদস্য হিরণ (৫০), আওয়ামী লীগ কর্মী জাকির হোসেন (৪৩), আসিফ দেওয়ান (২১), সৈকত মিয়া, ছাত্রলীগের সক্রিয় কর্মী শাকিল (২৮) ও আব্দুল বারেক (৩২)। অন্যান্য অভিযানে গ্রেফতারদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্যান্য অভিযানে আরও ২৬ জন গ্রেফতার হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।