নারায়ণগঞ্জ আড়াইহাজার বিশনন্দী ফেরিঘাটে কাভার্ড ভ্যানে ৬৮ কেজি গাঁজা মিলল- গ্রেফতার ১।
নারায়ণগঞ্জ প্রতিনিধি (আাড়াইহাজার)
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের দাবি আটককৃত যুবক একজন ‘মাদক কারবারি’। সোমবার (৮ ডিসেম্বর) সকালে আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট এলাকার বিআরটিসি বাস কাউন্টারের সামনের সড়ক থেকে মাদকবাহী কাভার্ড ভ্যান ও তার চালককে আটক করা হয়।
এ সময় একটি গাড়ি তল্লাশি করে ভেতরে তিনটি লাল ও একটি সাদা প্লাস্টিকের বস্তায় মোট ৬৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল সকাল ৯টার দিকে ওই এলাকায় নজরদারি শুরু করে। সন্দেহভাজন একটি হলুদ রঙের কাভার্ড ভ্যান থামানো হলে চালক গাড়ির ভেতরে থাকা মালামাল সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
এরপর গাড়িটি তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক শ্রী সাগর চন্দ্র দাসকে (২৮) আটক করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও একটি স্যামসাং গ্যালাক্সি এ২২ ফাইভজি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম নিশ্চিত করেন, এই বিশাল পরিমাণ গাঁজা ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
মাদক পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে আটক আসামি মো. শ্রী সাগর চন্দ্র দাসকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এই মাদক চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে