নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ গাড়ি ও যাত্রী সংখ্যা ৩ গুন বেড়েছে চাসারা যানযট লেগেই থাকে -এস পি সোহান সরকার, পি পি এম( এডিশনাল ট্রাফিক) নির্দেশে এডমিন টি আই, আব্দুল করিম শেখ, শেখ এমরান হোসেনের পরামর্শে রেকার অফিসার (শেষ্ট অফিসার পুরস্কার প্রাপ্ত) শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, নাজমুল হাসান, আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অবৈধ গাড়ি নিরসনে সর্বদা অভিযান অব্যাহত রেখেছেন।
nagarsangbad24
-
প্রকাশিত: জানুয়ারি, ২২, ২০২৩, ২:২৭ পূর্বাহ্ণ
-
১৮১ ০৯ বার দেখা হয়েছে
ঢাকা -নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ হওয়ার গাড়ি ও যাত্রী সংখ্যা ৩ গুন বেড়েছে চাসারা যানযট লেগেই থাকে -এস পি সোহান সরকার, পি পি এম( এডিশনাল ট্রাফিক) নির্দেশে |এডমিন টি আই, আব্দুল করিম শেখ, শেখ এমরান হোসেনের পরামর্শে রেকার অফিসার (শেষ্ট অফিসার পুরস্কার প্রাপ্ত) শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, নাজমুল হাসান, আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অবৈধ গাড়ি নিরসনে সর্বদা অভিযান অব্যাহত রেখেছেন।
নারায়ণগঞ্জের যানজট মুক্ত জন সাধারনের সেবা দিতে বধ্য পরিকর” এস.পি মোঃ সোহান সরকার -পি পি এম(এডিশনাল ট্রাফিক)
প্রতিনিধি।। বাংলাদেশ তথা ঢাকা সিটির পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি এলাকা ব্যস্ততম শিল্পনগরী খ্যাত নারায়ণগঞ্জ। এ শহরে ব্যবসাস্হল, বন্দর, ফতুল্লা, বিসিকে শত শত রপ্তানি মুখি কাভার্ড ভ্যান, বাস, ট্রাক প্রবেশ করার প্রধান সড়ক চাষাড়া গোল চক্তর হয়ে বিশ্ব রোড মোড়, এ সড়কে যানজট একসময় লেগেই থাকতো, নারায়ণগঞ্জে যানজট নিরশনে আর্শিবাদ নিয়ে যোগদান করেন, ট্রাফিকের এডিশনাল এস.পি, মোঃ সোহান সরকার, । তিনি যোগদান করেই এডমিন টি,আই মোঃআব্দুল করিম শেখ, টি.আই শেখ মোহাম্মদ এমরান হোসেন, টি.আই মোঃ শাখাওয়াৎ হোসেন, টি.আই সাইদুর আরফান চৌধুরী,সহ রেকার অফিসার এ, টি, আই মাহমুদুল হাসান, শফিকুল
ইসলাম, মোঃআবুল বাসার, নাজমুল হাসান সহ নারায়ণগঞ্জের সকল ট্রাফিক পুলিশের কর্মকর্তা কনস্টেবল নিয়ে যানজট মুক্ত করতে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে এস.পি মোঃ সোহান সরকার (এডিশনাল ট্রাফিক) এর সাথে কথা বললে জানান, সাধারণ মানুষের সার্থে জেলা, শহর যানজট মুক্ত করতে যে কোন পদক্ষেপ গ্রহন করতে বধ্য পরিকর। সম্প্রতি দেখা যায় এস.পি মোঃ সোহান সরকার যোগদান করেই নিজেই সরেজমিনে অবৈধ গাড়ির বিরুদ্ধে মামলা, আটক করে তাক লাগিয়ে দিয়েছেন।ট্রাফিক অফিসারদের অভিযান অব্যাহত থাকবে। সরেজমিনে দেখা যায় অবৈধ গাড়ি শহরে প্রবেশ করতে দেয়া হয় না,প্রবেশ করলেই মামলা হয়,নারায়ণগঞ্জ বাসী জানায় বর্তমানে পূর্বের তুলনায় যানজট অনেক শিথিল হয়েছে, সবাই এস পি মোঃ সোহান সরকার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
এ বিভাগের আরও খবর...