মোঃশফিকুল ইসলাম আরজু – ২১ ফেব্রুয়ারি মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ। দিনের প্রভাতে টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয় টাঙ্গাইল ক্যাডেট এন্ড একাডেমিতে সদস্যগন একত্রিত হয়ে শোক র্যালির মধ্য দিয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পন করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে মহিলা কলেজ সংলগ্ন নতুন সড়কে মাতৃভাষা নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। সংক্ষিপ্ত শোক সভার আলোচনায় সমিতির আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যরা ভাষা শহিদের স্মৃতি চারণ ও ভাষার মর্যাদা রক্ষায় ভূমিকা বিষয়ে ব্যক্তব্য রাখেন ।
সংক্ষিপ্ত এ আলোচনায় সংগঠনের আহ্বায়ক মোঃ সাখাওয়াত খান বলেন, ২১ ফেব্রুয়ারী অমর হোক, আমাদের পরবর্তী প্রজন্ম যেনো আমাদের সংগ্রামের ঐতিহ্য ধরে রাখে, সে বিষয়ে কাজ করতে হবে। সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম বলেন, ১৯৫২’র ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনে মহান শহীদের প্রতি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গভীর শ্রদ্ধাঞ্জলি। মাতৃভাষার জন্য যারা সংগ্রাম ও ত্যাগ শিকার করেছেন তাদের ত্যাগের কারণে আজকে এ দিনটি শুধু বাংলাদেশে নয় বরং সারা পৃথীবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়ে যথাযোগ্য ভাবে মর্যাদার সহিত পালিত হচ্ছে । যা আমাদের জন্য গৌরবের এক অধ্যায়। সদস্য পলাশ চন্দ্র রায় বলেন, ২১ শুধু ২১ নয় এটি যেমন ছিল ত্যগের তেমনি ছিল মহান মুক্তির প্রথম ধাপ যার ধারাবাহিকতায় আমরা পেয়েছি এ মহান স্বাধীন বাংলা ভাষা ও বাংলাদেশ। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুর রহিম মিয়া, মোঃ ইসলাম খান, মোঃ আনিছুর রহমার, জামান আহমেদ, মাহবুব আলম, ফরহাদ হোসেন খান, মোঃ ইকবাল হোসেন তালুকদার, ইঞ্জিনিয়ার বকুল, এনামুল হোসেন,মোঃ নজরুল ইসলাম, লিয়াকত আলী, মোঃ সামসুজ্জামান, মোঃ জামিল হোসেন, রাকিব হাসান রনজু, রেজাউল করিম বাবর, আব্দুল আল মামুন লিটন, মোঃ গোলাম মোস্থফা খান, মোঃ আলী, ফারুক আহাম্মেদ, মোঃ আলী রেজাউল ইসলাম খান, মোঃ আব্দুল হালিম, রহিম বাদশা, কাজী লুতফর রহমান বাবলু, খনদকার খাল্লেকুজ্জাম, মোঃ এনামুল হক, লালন আহাম্মেদ, মোঃ হাসানুজ্জামান সোহেল, আব্দুল খালেক মুন্সি, শহিদুজ্জামান, মোঃ আব্দুল হোসেন মুক্তিযোদ্ধা, মোঃ নুরুল ইসলাম, , মোঃ সাইদুজ্জামান, মোঃ আতিকুর রহমান, মোঃ হোসেন আলী, রফিকুল ইসলাম খান, এমআর শাহিন, মোঃ হাবিব মিয়া, মোঃ হুমায়ুন কবির, মোঃ নুরুল ইসলাম সাখাওয়াত, মোঃ মানিক, মোঃ মাহাবুব আলম, মোঃ শফিকুল ইসলাম,মিজা নজরুল ইসলাম রানা, মাসুদ, ইঞ্জি: আমিনুল, ইঞ্জিনিয়ার সোহেল, রফিকুল ইসলাম, স্বপন, শামসুজ্জামান শফিকুল ইসলাম, বাদল মিয়া,মোঃ শফিকুল ইসলাম আরজুসহ প্রমূখ।