নগর সংবাদ।।রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। করোনা মহামারির কারণে গত কয়েকটি ঈদের আনন্দ ছিল একেবারেই ফিকে। জাতীয় ঈদগাহ বা শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। মানুষ স্বাস্থ্যবিধি মেনে করোনা আতঙ্ক নিয়ে ঈদ উদযাপন করেছে। তবে এবার করোনা পরিস্থিতি তুলনামূলক শিথিল থাকায় জাতীয় ঈদগাহ ও ঐতিহাসিক শোলাকিয়ায় এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
আগামীকাল ঈদুল আজহার প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সেই জামাতে নামাজ আদায় করবেন।
এছাড়া শহরের খানপুর হাসপাতাল রোডে ইসলামী কাফেলার দু’টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায়।
কাশিপুরের ঈদগাহে সকাল ৭টায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। পাশাপাশি বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ফজরের নামাজের পরপরই।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) এস এম রাসেলৈ ইসলাম জানান, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহকে নামাজ পড়ার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। বৃষ্টিতেও যাতে নামাজের কোন ব্যাঘাত না ঘটে, তার জন্য পুরো ঈদগাহ মাঠ ত্রিপাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।