মঙ্গলবার ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪২
শিরোনামঃ
Logo রাজধানীতে অভিযান- ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করে পুলিশ Logo বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া-জামালপুর থেকে সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ Logo যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রদের উপর বর্বর রচিত ঘটনার প্রতিবাদে,সারা বাংলা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট। Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় ৬৬৭ টহল ও ৭১টি চেকপোস্টে ১৬০ জনকে গ্রেফতার Logo অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী (ফোকাসড ওয়েতে) করা হচ্ছে -স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। Logo ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে-অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস Logo রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেল ভবনে আগুন নিহত ৪-নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট Logo দিনাজপুরে বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে আগুন  Logo বাহিনীর আভিযানিক সক্ষমতা অর্জনের জন্য যৌথ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ-অস্ট্রেলিয়ান হাইকমিশন ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ প্রশিক্ষণ Logo পবিত্র রমজান মাসজুড়ে কলকাতায় সস্তা সব ফল – ধর্মপ্রাণ মুসলিমরা প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন, আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতারের মাধ্যমে সম্পন্ন করেন

নীলফামারীতে আইনজীবীকে হত্যার চেষ্টা, আদালতে মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৯, ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ
  • ১৩৬ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

 

 

নীলফামারীতে আইনজীবীকে হত্যার চেষ্টা, আদালতে মামলা

নীলফামারীঃ  মোঃ মাসুদ রানা, নীলফামারীর ডোমার উপজেলার এ্যাডভোকেট বিপুলার সরকার(বিপুল) কে পথ আটক করে মামলা তুলে নেওয়ার জন্য সন্ত্রাসী কায়দায় অর্তকিত ভাবে হামলা চালায় দুর্বৃত্তরা। সে উপজেলার সোনারায় ইউনিয়নের বাড়াগাছা এলাকার মৃত. নুরুল ইসলাম সরকারে ছেলে। শুক্রবার (০৭ এপ্রিল/২৩) সকালে বিপুলার সরকার বিপুল গ্রামের বাড়ি হতে খামার বাড়ি পরিদর্শনের জন্য বের হলে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর এ হামলা চালান সন্ত্রাসী বাহিনীরা। এঘটনায় ডোমার বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করেন এ্যাডভোকেট বিপুলার সরকার বিপুল। মামলা পিটিশন নং- ১৩৯/২৩। হ

 

ত্যার উদ্দেশ্য হামলা চালান একই এলাকার মৃত. লুৎফর রহমানের ছেলে মোঃ কামরুজ্জামান কামু(৪৫), শামীম রহমান (রব্বু)(৪২), মোঃ আসাদুজ্জামান (৪৯), মৃত. জমির উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম মানিক(৫৫), শফিকুল ইসলাম শফি(৫২) আঞ্জুনা বেগম(৫৮) ও মালা বেগম(৪০)। এজাহারের সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ভাই বোন ঢাকায় থাকার কারনে স্ত্রী ও শিশু সন্তানসহ একা গ্রামের বাড়িতে বসবাস করেন বিপুল। ওইদিন বাড়ির সামনে হিরিম্বোডের (ইটের) রাস্তায় উপরে বেআইনি সমাবেশ করে বিপুলার সরকার বিপুলের পরিবারকে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।তিনি তাদের কথায় কোন প্রতি উওর না করে নিজের কাজে রওনা হন। সেই সময় কামরুজ্জামান কামুর সহযোগীরা মোটরসাইকেল আটক করে তাদের বিরুদ্ধে মামলা করার জবাব চায়।

No description available.

 

তিনি বলেন আদালতের বিষয় আদালতে নিষ্পত্তি হবে। কামরুজ্জামান কামু ক্ষিপ্ত হয়ে তার পাঞ্চাবীর কলার টেনে ছিড়ে দেয় এবং বুকে জোরে শোরে ঘুষি মারে। বিপুল মোটরসাইকেল থেকে পড়ে গেলে সন্ত্রাসীদের হাতে থাকা লাটি দিয়ে বুক, পিট ও উরুতে ডাং-মার শুরু করে রক্তাক্ত কালশিরা জখম করে। এরপর তাকে হত্যার উদ্দেশ্যে মাথার মাঝ বরাবর জোরে আঘাত করলে সে মাথা সরে নেয়। যার ফলে বাম হাতের কনুতে আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হয়। সেই সময় কামরুজ্জামান কামু ও তার সহযোগীরা হত্যার উদ্দেশ্যে অতংর্কিত ভাবে বিপুলকে দুই হাত দ্বারা গলা চিপে ধরে শ্বাস রোধ করার চেষ্টা করে।

 

 

বিপুলার সরকার বিপুল বলেন, আমার উপরে সন্ত্রাসীরা ডাং মার শুরু করলে সেটা দেখে আমার দাদি মর্জিনা বেগম আমাকে রক্ষার জন্য ছুটে আসে। ওদের কর্যকলাপ দেখে জ্ঞান হারিয়ে ফেলে। সে সময় স্থানীয় লোকজন দাদিকে খুলিতে বসার ঘরে নিয়ে আসে এবং তাৎক্ষনিক ভাবে গ্রাম্য চিকিৎসককে খবর দেয়। চিকিৎসক বিভিন্ন চেক-আপ করে দাদীকে মৃত ঘোষনা করেন। সে সময় ডাংমারের বিষবেদনায় আমি জ্ঞান হারিয়ে ফেললে আমার পরিবারের লোকজন চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি আরো বলেন, গত ০৬/০৪/২৩ ইং তারিখ মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। পরের দিন তারা আমাকে পরিকল্পিত ভাবে ০৭/০৪/২৩ ইং তারিখে আমাকে হত্যার চেষ্টা করেন। বিপুল বলেন, সাংবাদিক পরিচয়ে স্থানীয় এক ব্যক্তি আামাকে ফোন করে ঘটনার বিষয় জানতে চাইলে আমি বলি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি।

 

 

তাকে সরাসরি কথা বলার জন্য দেখা করতে বলি। কিন্তু তিনি প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে অসম্পুর্ন তথ্য দিয়ে বিভ্রান্তিমুলক সংবাদ প্রকাশ করেন। আমি সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাই। জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, এ বিষয় আদালতে মামলা হয়েছে। আমারা তদন্ত সাপেক্ষে আইনি ব্যাবস্তা নিবো। উল্লেখ্য- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কামরুজ্জামান কামু ও তার বাহিনীরা বিপুলার রহমান বিপুলের বাড়ি অবরুদ্ধ করে টিনের বেড়া লাগিয়ে চলা ফেরা অসুবিধা সৃষ্টি করে।তাই টিনে বেরা অপসারনের দাবিতে বিঞ্জ অতিরিক্ত জেলা মেজিস্টেট আদালতে পিটিশন ১৯৩/২৩ নং মোকদ্দমা আনায়ন করেন এবং বেড়া সরানোর আদেশ প্রাপ্ত হন। আসামীগনের দ্বারা সংঘটিত ফৌজদারি অপরাধে বিচারের জন্য আমলী আদালত ডোমারে ১৪৩/১৪৯/৪৪৮/৪২৭/ ৫০০/ ৫০৬/(২)/৩৪ ধারায় সিআর ৬৩/২৩(Do) নং মোকদ্দমা দায়ের করেন। আসামি গন তাতে আরও ক্ষিপ্ত হয়ে বিপুলকে হত্যার পরিকল্পনা করতে থাকেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell