নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার
মোঃ মাসুদ রানা,
নীলফামারী নীলফামারীতে আসাদ চন্দ্র নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০মে) পুলিশ লাইন্স একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসাদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের হরিকমল চন্দ্রের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা ছিল মঙ্গলবার। জেলা সদরের শিপন রায়ের হয়ে প্রক্সি দিতে পুলিশ লাইন্স একাডেমিতে এসেছিল আসাদ। পরীক্ষা শুরুর প্র্যাক্কালে কাগজ পত্র যাচাই বাছাইকালে সন্দেহ এবং প্রবেশ পত্রের সাথে তার ছবির মিল না থাকায় তাকে আটক করে। পরীক্ষার্থী শিপন রায় নীলফামারী সদরের বাসিন্দা এবং দুলাল চন্দ্রের ছেলে। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদ জানান, শিপন আমার মামাতো ভাই। তার অনুরোধে আজকে প্রক্সি পরীক্ষা দিতে আসি। আমার ভুল হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য ২৫১জন ছিলেন