মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে দাখিলকৃত ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। গতকাল রোববার (৩রা ডিসেম্বর) নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নথি ও কাগজপত্র পর্যবেক্ষণ করে ৫ জনকে বৈধ, ২ জনকে বাতিল ও ৩ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
তারা হলেন—ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মনোনীত করুনা ময় মল্লিক ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোঃ ইমরান কবির চৌধুরী জনি। এছাড়া মনোনয়ন স্থগিত করা হয়েছে—বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত জাফর ইকবাল সিদ্দিকী, তৃণমূল বিএনপির অ্যাডভোকেট এন কে আলম চৌধুরী এবং জাকের পার্টির লতিবালী রহমান লতিফ। উল্লেখ্য, আগামী ৬-১৫ই ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৭ই ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ৭ই জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।