প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ
নোয়াখালীর সুবর্ণচরে অফিসে যাওয়ার সময় ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন এনজিও কর্মী
নোয়াখালীর সুবর্ণচরে অফিসে যাওয়ার সময় ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন এনজিও কর্মী
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে অফিসের যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকসার মধ্যে ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন/খুইয়েছেন অর্পিতা রানী পাল নামের এক নারী এনজিও কর্মী।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চরজব্বার থানার মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, অর্পিতা রানী পাল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বেসরকারী উন্নয়ন সংস্থার ভূঞাঁর হাট শাখা ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত। তিনি উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নিমাই চন্দ্র সরকারের স্ত্রী।
অর্পিতা রানী পাল বলেন,“ প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য উপজেলার চরজব্বার থানার মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সিএনজি চালিত অটো রিকসা আসলে তিনি সেটাতে উঠে বসে ছিলেন, কিছু দূর যাওয়ার পর আরো দুই ছিনতাইকারী উঠেন । আধা কিলোমিটার যাওয়ার পর একজন ছিনতাকারী নেমে যাওয়ার কথা বলে উল্টোপাশে এসে তাঁর(অর্পিতার) কোলে এসে বসে গলা ও মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে নগদ ১৭ হাজার টাকা গলায় থাকা গয়না ও আসবাব নিয়ে যায়। তবে মুঠোফোন নেয়নি। মুঠোফোনে বিকাশ একাউন্ট করা কি না তা জানতে চেয়ে অ্যাপস গিয়ে টাকার পরিমান দেখে শূন্য ব্যালেন্স দেখে সেটি আর নেয়নি। এরপর বিপরীত দিকে চরজব্বার থানার সামনে দিয়ে চরজব্বার-সোনাপুর সড়কের ডাক্তার মসজিদ সংলগ্ন রাস্তায় নামিয়ে দিয়ে দ্রুত গতিতে চলে যায়। পেছনে গাড়ির নাম্বার প্লেট না থাকায় গাড়িটি সনাক্ত করতে পারেনি। পরে থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অর্পিতা রানী পাল আরো বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন। প্রতিদিন সকালে অফিসে যেতে হয় আর ফিরতে হয় রাতে যদি এমন হয় তাহলে তিনি অফিস করবেন কি করে ।
সুবর্ণচর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আবদুল বারী বাবলু বলেন, সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম বেড়েছে। গত দুই মাসে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশের কাছে অভিযোগ ও করেছে অনেকে কিন্তু প্রতিকার পায়নি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম বলেন, অর্পিতা রানী পাল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন জায়গা থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.