নোয়াখালীর সুবর্ণচরে মানববন্ধন করেছে এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীরা
নোয়াখালী প্রতিনিধি :মুজাহিদুল ইসলাম সোহেল
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো: গোলাম ইয়াজদানীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে নোয়াখালীর সুবর্ণচরে মানববন্ধন করেছে এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা প্রকৌশলী মোঃ শাহজালাল , উপ-সহকারী প্রকৌশলী মো রবিউল হোসেন, মো জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো সাহাবউদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িত যারা তারা সকলেই চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা হলেও নামে মাত্র তিনজনকে গ্রেফতার করা হয়। অনতিবিলম্বে মামলার সকল আসামী এবং তাদের ইন্দনদাতাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর আন্দোলন কর্মসূচী হাতে নেওয়া হবে বলেও বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
এ বিভাগের আরও খবর...