বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) কে, ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার পদে পদায়ন করে বদলি করা হয়েছে।
বুধবার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
ওই প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩৯ জন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম (বার)।
জানাগেছে, পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম (বার) (২২তম) ব্যাচ বিসিএস ক্যাডার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান।
চাকরি জীবনে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক দুই বার, আইজি ব্যাজ পাঁচ বার, জাতিসংঘ পদক ও শেরে বাংলা এ কে ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক) পদক পেয়েছেন।
তার সহধর্মিনী জেসমিন কেকাও বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্সের পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছেন।