আর মাত্র দুটো দিন বাকী, ২৫শে ডিসেম্বর , তারপরেই মেতে উঠবে বড়দিনের খিষ্ট ধর্মীয় মানুষেরা, যীশুর জন্মদিন পালনে, শুধু তাই নয়, তাদের সাথে সাথেই আনন্দে মেতে উঠবে বাঙালীরাও, চলছে চার্চ সাজানোর কাজ , রাস্তায় আলোর ঝলকানি ,
কলকাতা সেজে উঠেছে বিভিন্নভাবে, চলছে খ্রিস্টীয় ধর্মের মানুষদের বিভিন্ন অনুষ্ঠান এবং দোকানে ও মার্কেটে ক্রেতাদের ভিড়, বিক্রেতারা সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছেন দোকান সাজিয়ে, শুধু তাই নয় বেশ কিছু এলাকায় পসরা নিয়ে বসে আছেন বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে ,,
সুন্দর সুন্দর ডিজাইনের সান্তাক্লজ থেকে শুরু করে বিভিন্ন যীশু ও মেরী মূর্তি নিয়ে, এমনকি আরো রংবেরঙের জিনিসপত্র, খ্রিস্টীয় ধর্মের মানুষেরা শুধু নয়, বাঙালীদের কেউ কিনতে দেখা গেল এই সকল জিনিসগুলি, পার্ক স্টীট, হেস্টিংস, রবীন্দ্রসদন, নিউ মার্কেট, টালিগঞ্জ ,কবরডাঙ্গা,
শিয়ালদা, জোড়া গির্জা থেকে শুরু করে বিভিন্ন চার্চ গুলোনের কাজ চলছে সাজানোর, এখন থেকেই মানুষের ঢল নেমে এসেছে রাস্তায়। তার সাথে সাথে নিউমার্কেটের জনবহুল বাজার ভিড়ে জমজমাট ,
একদিকে কেকের পসরা ,অন্যদিকে জেসাসের প্রসাধনী সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, দূরদূরান্ত থেকে মানুষ এখনই দেখতে বেরিয়ে পড়েছে বিকেলের পর, আমরা কয়েকজনর ক্রেতার কাছে জানতে চাইলাম,এই বড়দিন কেমন কাটাবেন, তার উত্তরে তারা জানালেন ফাটাফাটি, এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি। ছুটি টাকে অন্য ভাবে আনন্দ উপভোগ করার, এইরকমই চিত্র ফুটে উঠলো মোড়ে মোড়ে ২২শে ডিসেম্বর ,শুক্রবার, ঠিক দুপুর দুটো থেকে রাত্রি পর্যন্ত। তবে আজকের ভিড় দেখে মনে হল, শনি ও রবিবার অনেক বেশি ভিড় হবে মার্কেট থেকে শুরু করে চার্চ , এমনকি মোড়ে মোড়