আগামী সেপ্টেম্বরে চীনের হ্যাংজোতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ফুটবলে খেলার সুযোগ মিলছে বাংলাদেশ নারী ফুটবল দলের। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সভায় গেমসে নারী ফুটবল দলকে অন্তর্ভূক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিওএ প্রথমে পুরুষ ফুটবল দলকে অন্তর্ভূক্ত করলেও বাদ রেখেছিল নারী ফুটবল। অনেক পানি ঘোলা করে শেষ পর্যন্ত বিওএ নারী ফুটবল দলের খেলা নিশ্চিত করে।
নারী ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানো নিশ্চিত করা প্রসঙ্গে বাফুফের সদস্য ও মহিলা উইংসের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘জেনেছি বৃহস্পতিবার বিওএ সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে। এটা মেয়েদের জন্য ভালো খবর। এখন আমরা গেমসে অংশগ্রহণের জন্য প্রস্তুতি চালিয়ে যাবো।’
মেয়ে ফুটবল দল প্রস্তুতির মধ্যেই আছে। তবে এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে নারী ফুটবল দলকে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলানোর পরিকল্পনা আছে বাফুফের।
মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমরা ৫টি দেশকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছি। দেশ পাঁচটি হচ্ছে-কিরগিজস্তান, তাজিকিস্তান, গুয়াম, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। এর মধ্যে কিরগিজস্তান, তাজিকিস্তান ও সিঙ্গাপুর খেলবে না বলে জানিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘বাকি দুই দেশ এবং এর বাইরে আরব আমিরাত, নেপাল ও বাহরাইনকেও চিঠি দেওয়া হয়েছে। আমরা এই দেশগুলো নিয়ে কাজ করছি। আশা করি জুনের উইন্ডোতে দুটি ম্যাচ খেলতে পারবো।’
মেয়েদের ফ্রেন্ডলি ম্যাচ কি ঘরের মাঠে হবে নাকি বাইরে সেটা নির্ভর করে যে দেশ রাজি হবে তাদের সঙ্গে আলোচানার ওপর।
‘আমরা দুটি ম্যাচ খেলার জোর প্রচেষ্টা চালাচ্ছি। ঘরে হোক কিংবা বাইরে- আমরা ম্যাচ খেলতে পারলে এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য উপকার হবে’- বলছিলেন মাহফুজা আক্তার কিরণ।
এশিয়ান গেমস হবে চীনের হ্যাংজোতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর এবং তার আগে সাফ চ্যাম্পিয়নশিপ হবে নেপালে ১২ থেকে ২৪ আগস্ট।