বঙ্গ গৌরব সম্মান ২০২৫ এবং মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলনের আয়োজন করা হলো।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
১৪ ই সেপ্টেম্বর রবিবার ঠিক দুপুর ১২ টায় ,কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বাসভবনে অনুষ্ঠিত হলো, শ্রী রাজীব পাল মহাশয়ের উদ্যোগে ১৪ই সেপ্টেম্বর এই অনুষ্ঠান শুরু হয় বঙ্গ গৌরব সম্মান ২০২৫
এবং মিশন বিশ্ব গুরু ভারত ও সেট বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শুরুর হয় ,স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বসু, ভারত মাতা , রবীন্দ্রনাথ ঠাকুর , ঈশ্বরচন্দ বিদ্যাসাগর পথিকৃতির মাল্যদান মধ্য দিয়ে।
এরপর প্রত্যেক অতিথি কে উত্তরীয় ব্যাচ পুড়িয়ে পুষ্পস্ত স্তবক এবং স্মারক সম্মানিত করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রাক্তন বিচারপতি শ্যাম কুমার সেন পদ্মশ্রী পূর্ণ দাস
বাউল সম্রাট পদ্মশ্রী কাজী মাসুদ আক্তার বিশেষ অতিথি জাদুকর পিসি সরকার জুনিয়র ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ
প্রাপকঃ আচার্য ডঃ গোপাল ক্ষেত্রী মানব কল্যাণের নিবেদিত সমাজসেবী ও বক্তা কলকাতা ,পশ্চিমবঙ্গ। বিষয়ঃ বিশ্ব রেকর্ড প্রোফাইল নির্বাচিত হওয়া জেনিথ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড পুরস্কার পেলেন।
রেকর্ড শিরোনামঃ কোষ্ঠী পাথরে নির্মিত মা হরবোলার সর্বাধিক বৈচিত্র্যময় মূর্তির জন্য বিশ্ব রেকর্ড । ডঃ জি হরি কিশোর তেলেঙ্গানা এবং অনেকেই পুরস্কৃত হন এই অনুষ্ঠানে ।
আহবায়ক ডক্টর রাজীব পাল প্রতিষ্ঠাতা পরিচালক বলেন এই ধরনের অনুষ্ঠান সারা ভারতবর্ষে জুড়ে
এবং বিদেশেও আমরা করে থাকি । এই সমস্ত দিকপাল ব্যক্তিদের আরো কিছু সামাজিক কাজকর্ম করার উদ্দেশ্যে উৎসাহ দান এর মধ্যে দিয়ে ।
কলকাতাকেও সামাজিকভাবে সংঘবদ্ধভাবে আরো সুন্দর পরিবেশ করার লক্ষ্য আমরা পাশে আছি।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””