বুধবার ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:৫৬
শিরোনামঃ
আলো বন্ধ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে:কিংবদন্তি অভিনেতা উজ্জ্বল গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন অন্তর্বর্তী সরকারের বোয়ালখালীতে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু ফেব্রুয়ারি বেশি দূরে নয়,আমরা সবাই ভোট দেবো-প্রধান উপদেষ্টা শ্রাবণ মাসে তারকেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে ভক্তদের উপচে পড়ছে ভিড় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি ৫ আগস্ট-জুলাই গণঅভ্যুত্থান দিবস-সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী মেহজাবীন পুরোনো বাংলাদেশে আমরা আর ফিরতে চাই না-তাসনিম জারা কালিয়াকৈর একটি বাসা থেকে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার একই এলাকায় তিনটি রাজনৈতিক দল সংগঠনের কর্মসূচি কোনো ধরনের উসকানি বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই- কর্মসূচি শান্তিপূর্ণ সমাপ্তিতে নগরবাসী স্বস্তি প্রকাশ

বন্দরে সেচ প্রকল্পে চাঁদাবাজির সময় দুই বিএনপি নেতাকে পানিতে চুবিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১, ২০২৪, ১০:১০ অপরাহ্ণ
  • ১০৭ ০৯ বার দেখা হয়েছে

 

বন্দরে সেচ প্রকল্পে চাঁদাবাজির সময় দুই বিএনপি নেতাকে পানিতে চুবিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী

নারায়ণগঞ্জের বন্দরে সেচ প্রকল্পে চাঁদাবাজির সময় দুই বিএনপি নেতাকে পানিতে চুবিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিচ কামতাল এলাকার জহিদ্দার বিলে এ ঘটনা ঘটে।

এ সময় চাঁদাবাজদের হামলায় এক নারী মেম্বারসহ পাঁচজন আহত হয়েছেন। গণপিটুনির শিকার দুই বিএনপি নেতারা হলেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া ও ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার।

স্থানীয়রা জানান, উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকার আমান উল্লাহ দীর্ঘদিন ধরে জহিদ্দার বিলে ইরি ধানের জমিতে সেচ করে আসছিল। এর মধ্যে বালিগাঁও এলাকার হযরত আলী মিয়ার ছেলে যুবদল নেতা পরিচয় দানকারী পাপ্পু ও পিচ কামতাল এলাকার মৃত সায়েদ আলী মিয়ার ছেলে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়াসহ ১০-১২ জন আমান উল্লাহর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

এর ধারাবাহিকতা রোববার আমান উল্লাহ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে পাপ্পু, বিএনপি নেতা তারা মিয়া, ফারুক, খালেক ও আব্দুর রহিম, হযরত আলী, ইউসুফ ও ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকারসহ অজ্ঞাত নামা ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমান উল্লাহর ওপর হামলা করে।

আহতরা হলেন, সেচ প্রকল্পের মালিক আমান উল্লাহ (৪০) ও তার স্ত্রী মুছাপুর ইউনিয়নের নারী মেম্বার লাভলী বেগম (৩৬), তার ছেলে সোহান (২১), আহাদ আলী (৫৫) ও তার ছেলে বাহাউদ্দীন (৩৫)।

আহত লাভলী বেগম বলেন, বিগত দিনে তুফানে সেচ প্রকল্প এলাকায় খুঁটি ভেঙে গিয়েছিল। তো সেটা ঠিক করতে হবে। আমান উল্লাহ এটা ঠিক করার ব্যবস্থা করেছে। এরমধ্যে তারা এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে। আমি এ এলাকায় মেম্বার আমি সেখানে গিয়েছি। তারা আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিরোধ করেছে। তারা মিয়া, ফারুক, পাপ্পুকে পানিতে চুবিয়েছে গ্রামবাসী।

তবে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া জানান, আমান উল্লাহর সেচ কাজে বাধা দেয় গ্রামবাসী। এতে গ্রামবাসীকে সমর্থন জানিয়ে তাদের সঙ্গে যোগ দেয় তারা মিয়া ও পাশের ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

তিনি বলেন, প্রতিবছর শুষ্ক মৌসুমে এ এলাকার নদীর তীরের মাটি কেটে বিক্রি করে আমান উল্লাহ। এবার যাতে সেটি না পারে সেজন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে পুলিশ নিয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে বাধা দেই। তখন আমান উল্লাহর সহযোগী মুছাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহাউদ্দিন পুলিশের সামনেই আমাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। ওই সময় আমি পাশের জলাশয়ে ঝাঁপিয়ে পড়ে প্রাণে রক্ষা পাই।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সেচ প্রকল্প নিয়ে স্থানীয় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি গ্রামবাসীর পক্ষ থেকে পুলিশকে আগে জানানো হয়েছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell