বন্দরে জেনারেটর বিস্ফোরন হয়ে বন্দর জেনারেল হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওনা না গেলেও অগ্নিকান্ডের ঘটনায় সাড়ে ৬’শ ওয়াট ধারন ক্ষমতা সম্পর্ন জেনারেটরটি পুড়ে গিয়ে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে বলে হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে। বুধবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় বন্দর বাজার সংলগ্ন উল্লেখিত হাসপাতালে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, বন্দর জেনারেল হাসপাতালের জেনরেটর রুমে একটি বিকট শব্দ হয়। মুহুর্তের মধ্যে জেনারেটর রুমে আগুন ছড়িয়ে পরে। পরে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ জানান, আমাদের ফায়ার স্টেশনের কাছাকাছি স্থানে অগ্নিকান্ড ঘটনা হওয়ায় হাসপাতালে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। হাসপাতালটি দূরে কোন স্থানে থাকলে ক্ষয়ক্ষতির পরিমান বেরে যাওয়াসহ প্রানহানির ঘটনা ঘটতে পারত। কারন জেনারেটরটি অকটেন চালিত। আমাদের দুইট ইউনিট ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ১০/১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। জেনারেটরটি পুড়ে গিয়ে প্রায় ২০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে।