প্রতিবছরের ন্যায় এ বছরও নববর্ষের দিনে, তোষন ঘোষ ও বণি ঘোষের ব্যবস্থাপনায়,, সৌমিত্র চট্টোপাধ্যায় ও মন্টু দে স্মরণে এবং দুস্থ শিশুদের সাহায্যে ,এই সুন্দর নববর্ষ পালিত হয়। মিউজিক্যালি নববর্ষ।……..। সকাল থেকেই বোম্বের ও কলকাতা শিল্পীরা তোচন ঘোষের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হন,
এই মঞ্চে, এবং তোচন ঘোষকে সম্মান জানানোর জন্যই তাদের আশা ও একটি করে গান গওয়া, বারবার একই কথা বলেছেন প্রতিটি শিল্পী। দাদার ডাকে না এসে থাকতে পারা যায় না,, আর এই দিনটির জন্য এবং এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সারা বছর অপেক্ষা করতে থাকে সংগীত প্রেমীরা ও দর্শকেরা, সকাল থেকে এই বসুশ্রী সিনেমা হলটি পরিপূর্ণ হয়ে ওঠে সংগীত প্রেমী ও দর্শকদের, তারা বলেন তোচষ বাবুর এই অনুষ্ঠান আমরা না দেখে থাকতে পারিনা, সারা বছর মনে করে রাখি, কবে নতুন বর্ষ আসবে, আর আমরা সংগীতের মধ্য দিয়ে নববর্ষটা উপভোগ করব,। শুধু তাই নয় তোচন ঘোষ মহাশয় দুস্থ শিশুদের এই দিনে সাহায্য করে থাকেন, নতুন প্রথম দিনে বিভিন্ন শিল্পীর গান আমরা শুনতে পাই,,, নতুন কে আহ্বান এর ডাক দিয়ে,……।
কিন্তু সময় কমের জন্য হয়তো সমস্ত শিল্পীকে সুযোগ দিতে পারে না এমনকি নতুন শিল্পীদেরও….। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র মহাশয়, তিনিও একটি গান করলেন, এবং যে সকল শিল্পীরা ও অভিনেতা ও অভিনেত্রীরা উপস্থিত ছিলেন তারা হলেন হৈমন্তী শুক্লা, শ্রীরাধা বন্দোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রূপঙ্কর, পরমব্রত ,বিশ্বনাথ, শাকিল আনসারী, জিৎ, রঞ্জিত মল্লিক, মন্ময় ভট্টাচার্য, জোজো, ঊষা উত্থুপ, দেবশ্রী রায় সহ অন্যান্য সকল শিল্পী ও অভিনেতা অভিনেত্রীরা, প্রত্যেককেই উত্তরীয় ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দিলেন এবং হাত ট্রফি ও ফল তূলে দিলেন…….। নতুন বছরে সকলের গান দর্শকদের ও সঙ্গীতপ্রেমীদের মন জয় করে নিল,……..। রিপোর্টার,, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়