রবিবার ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৮:২২
শিরোনামঃ
Logo মহাখালীতে লাগা আগুন নির্বাপণ করা হয়েছে- ফায়ার সার্ভিস। Logo অপরাধ নির্মূলে মাদক, চাঁদাবাজদের তথ্য দিয়ে সহযোগিতা করুন -ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। Logo স্বামীর ছোড়া অকটেনে আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু- স্বামী গ্রেফতার। Logo বন্দর নবীগঞ্জ সরদার বাড়ির নিয়াজ তুমি কার ?শামীম ওসমান না কালামের ছবিতে প্রমান Logo না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় রেডিও মির্চির আরজে-আত্মহত্যার পরে মরদেহ উদ্ধার করে পুলিশ Logo নীলফামারীতে অন্যের গৃহবধূকে ভাগিয়ে নিয়ে বিয়ে করল শিল্পপতি Logo ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-৭ দিন জাতীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার Logo সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যু করা প্রবেশ পাস ছাড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডসহ বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী ‘প্রবেশ পাস’ বাতিল করেছে সরকার-সার্বিক নিরাপত্তার স্বার্থে। Logo থার্টি-ফার্স্ট নাইট আতশবাজি অপ্রতিকার ঘটনা এড়াতে অভিযান -বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করে মহানগর (ডিবি) Logo চাঁদপুরে জুমার সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ায় এক ইমামকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়।

বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, এ রকম একটা কথা রটাচ্ছে-প্রধানমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১১, ২০২২, ১০:৫০ অপরাহ্ণ
  • ৩৭৮ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

নগর সংবাদ।।বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, এ ধরনের রটনাকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু ঋণ নয়, বাংলাদেশ বিনিয়োগও খুব হিসেবে করে দেখে-শুনে নেয়। আগে দেশ ও জনগণের কল্যাণ হবে কিনা, তা নিশ্চিত হয়ে নেয়।

সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিরুদ্ধে নানা রকম কথা যারা লিখছে। আমি আবারও বলছি, ওই পত্রিকার লেখা পড়ে আমি রাষ্ট্র চালাই না। এটা হচ্ছে বাস্তবতা। এখন তারা মানুষকে বিভ্রান্ত করতে পারে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, এ রকম একটা কথা রটাচ্ছে। ’

টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উন্নয়নের জন্য সহযোগিতা নিচ্ছি, এটা ঠিক। কিন্তু সব সময় আমাদের একটা হিসেব থাকে। বাংলাদেশ একমাত্র দেশ আমরা কিন্তু ডিফল্টার না। আমরা যেখান থেকে যত ঋণ নিয়েছি, প্রত্যেকটা ঋণ আমরা সময় মতো পরিশোধ করেছি। আমরা যত রকম দুর্দশা হোক, এমনকি করোনার মাঝেও আমরা ঋণখেলাপি হইনি। ’

শেখ হাসিনা বলেন, ‘দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে উন্নয়নের প্রোগ্রাম নেই, সেটা নেওয়ার সময় আমরা হিসেব রাখি। কোথা থেকে কত ঋণ আমরা নিলাম আর সেই ডেভেলপমেন্ট যেটা করছি সেখান থেকে কতটুকু আমরা লাভবান হবো, এই উন্নয়ন থেকে রিটার্নটা কী, কতটুকু মানুষের কল্যাণে যুক্ত হবে, এই রিটার্নটার ব্যাপারে আমরা কিন্তু সচেতন। ’

‘প্র্রত্যেকটা পরিকল্পনা নেওয়ার সময় এটাই হিসেব করি, এই কাজটা করলে পরে কতটুকু আমার দেশের মানুষ পাবে, কতটুকু আমার অর্থনীতিতে যোগ হবে, অর্থনীতি কতটা শক্তিশালী হবে। মানুষের কল্যাণে কতটুকু দিতে পারবো, করতে পারবো। আমরা সেই চিন্তাটাই করি। ’

বিদেশি বিনিয়োগ নেওয়ার ব্যাপারেও বাংলাদেশ সর্তক জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘সেই বিনিয়োগটাই আমার কাছে গ্রহণযোগ্য হবে, যে বিনিয়োগের মধ্য দিয়ে আমার দেশ লাভজনক হবে। একটা বিনিয়োগ আসলো আর একটা বিশাল বিশাল কিছু তৈরি করে দিয়ে গেলো, সেটা আমার কোন কাজে লাগলো না। সেখানে আমরা একটু ধীরে চলি। ’

বিদেশি বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে সর্তকতা অব্যাহত রাখার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের ভাগ্যের কতটুকু পরিবর্তন হবে, সেই চিন্তাটা মাথায় রাখতে হবে। নইলে বিনিয়োগের জন্য যেভাবে সবাই ঝাঁপ দিয়ে আসছে। কিন্তু আমাদের খুব হিসেব করে পা ফেলতে হবে। এটা আমি সবাইকে খুব বিনয়ের সাথে অনুরোধ করবো। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে মনে করবে হ্যাঁ, বিনিয়োগ আসছে আমরা নিচ্ছি না কেন? নিচ্ছি না নেবো, কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ কী পাবে, বাংলাদেশের জনগণ কী পাবে, আমরা কতটুকু দেশের কল্যাণে লাগাতে পারবো, সেটা চিন্তা করে আমাদের করতে হবে। যেটা আমার দেশের কল্যাণে লাগবে না, সেটা আমরা করবো না। ’

সরকারপ্রধান বলেন, ‘আমাদের এই হিসেবটা আছে বলেই ওই শ্রীলঙ্কা করা, এটা অতটা সহজ হবে না। তবে যারা করার চেষ্টা করবে, যেটা শ্রীলঙ্কাকেও যেমন করে দিয়েছে, আমাদের ওপরও চাপ আসবে, ওরকম কথা আসবে। আমরা যদি সর্তক থাকি তাহলে কেউ আমাদের কোএনা ক্ষতি করতে পারবে না, এটা আমার বিশ্বাস। ’

অপপ্রচারে না ঘাবড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এ রকম তো বার বারই আমরা ধাক্কা খেয়ে খেয়ে আসছি, তো এ জন্য একটু বেশি জিনিসটা বুঝি এবং জানি। আগাম বুঝতে পারি এখন কোনো পক্ষ থেকে ঝড়টা আসতে পারে। তো আগে থেকে আমরা সেই ব্যবস্থা নিতে চাই। আমি এটাই বলবো, কে কী বললো, কে কী চিন্তা, ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ’

প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে এ মতবিনিময় সভা। এতে অন্যান্যের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, রাষ্ট্রদূত-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমম্বয়ক জুয়েনা আজিজ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিগত তিন বছরের কাজের ওপর একটি উপস্থাপনা উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell