রবিবার ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:২৮
শিরোনামঃ
রূপগঞ্জে কিশোরগ্যাং দৌরাত্ম্যুরোধে বিক্ষোভ মিছিল করে এলাকা বাসী। ৭৯ তম স্বাধীনতা দিবস, উদযাপন করলেন বি. সি .ডি. এ বরানগর জোন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের কুখ্যাত মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীর ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া আটক রিকশাচালক সীমান্ত থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই,নারী ছিনতাইকারীকে আটক ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক।-সেনাবাহিনীর প্রধান কিশোরগঞ্জে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে খিচুড়ি খেতে গিয়ে দুই শিক্ষক পুলিশের হাতে গ্রেফতার বরানগর পৌরসভার অন্তর্গত- প্রাক স্বাধীনতা দিবস ২০২৫ পালিত হলো। খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সারাদশে দোয়ার আয়োজন করে উদযাপন করা হলো

বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছে ফায়ার সার্ভিস

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৬, ২০২১, ৯:৩৪ অপরাহ্ণ
  • ২১২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন কর্মকর্তাদের নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। এদিন রাজধানীর মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে এবং শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ দিন সারা দেশের সব ফায়ার স্টেশন ও অফিসে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় বিজয় দিবস উদযাপনের কর্মসূচি। অধিদপ্তরে চিত্রাঙ্কন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বিকেলে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন ফায়ার সার্ভিসের ১০০ জন কর্মকর্তা-কর্মচারী ও ভলান্টিয়ার।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বর্ণাঢ্য সমাপ্তির প্রেক্ষাপটে এ বছরের মহান বিজয় দিবস ছিল ভিন্ন আঙ্গিকে সমৃদ্ধ ও উৎসবমুখর। এ উপলক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরসহ সারা দেশের সব বিভাগীয় অফিস, জেলা অফিস এবং ফায়ার স্টেশনগুলোতে আলোকসজ্জা করা হয়।

ফায়ার সার্ভিসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা অনুষ্ঠান ও জাতির পিতার ৭ মার্চের ভাষণ আপলোড করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘মহান বিজয় দিবস’ ইত্যাদি শিরোনামে কর্মকর্তা-কর্মচারীদের সন্তাদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুরে দেশের সব ফায়ার সার্ভিস স্টেশনে এর সদস্যের জন্য খাবারের (বড়খানা) আয়োজন করা হয়। আসর নামাজ শেষে সব মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

অধিদপ্তরের উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম। মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমান এবং পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। এছাড়া প্রকল্প পরিচালক মো. শহীদ আতাহার হোসেন, উপসচিব মো. মোশারফ হোসেন, উপপরিচালক মো. আব্দুল মোমিন, সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। এসময় তারা ফায়ার সার্ভিসের সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা সবাইকে  মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell