ভারত,শ্রী ড্যান্স একাডেমির পরিচালনায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম দিবস পালন
nagarsangbad24
-
প্রকাশিত: মে, ৯, ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ণ
-
৭৬ ০৯ বার দেখা হয়েছে
শ্রী ড্যান্স একাডেমির পরিচালনায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম দিবস পালন করলেন
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ ৮ ই মে বুধবার, ঠিক সন্ধ্যা সাতটায়, শ্রী ডান্স একাডেমির পরিচালনায় এবং শুভশ্রী ব্যানার্জীর উদ্যোগে, নাগেরবাজার রামঘর ক্লাব প্রাঙ্গনে , কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম দিবস পালন করলেন, ছোট ছোট ছাত্র ছাত্রীদের এবং তাহাদের অভিভাবকদের নিয়ে,
যাহারা রবীন্দ্রনাথকে স্মরণ করে, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কবিতায় ও নৃত্যে মাতিয়ে তুললেন ক্লাব প্রাঙ্গণ। কবি গুরুকে পুষ্পস্তবক ও তাহার স্মৃতিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। শুধু তাই নয় উপস্থিত এলাকার সকল দর্শক ও শিল্পপ্রেমীরা এরকম একটি অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যাহারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ,
তাহাদের মধ্যে উপস্থিত ছিলেন, সায়নী দত্ত নৃত্যে, গানে কাবেরী , এছাড়াও ছিলেন, সোনালী ,গীতাঞ্জলী, মানসী, মানালি, পৌষালী, সৌমজিৎ, রোমি , সৌরশ্রী কৃতিকা ,অস্মি, অনিক ও অন্যান্যরা,
সারা দেশে যখন কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করছেন স্কুল ও কলেজের ছেলেমেয়েরা, সংগীত শিল্পীরা, যখন কবিগুরু রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাড়িতে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ।
ঠিক একইভাবে পালন করলেন শ্রী ড্যান্স একাডেমী, সকল ছোট ছোট খুদে বাচ্চাদের ও তার অভিভাবকদের নিয়ে কবি গুরু কে স্মরণ করালেন, সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসে একটি কথায়, শুধু মডার্ন নাচ ও গানের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করলেই হবে না, যে সকল মনি ঋষি,
কবি আমাদেরকে আলো দেখিয়েছেন, যাদের গান প্রতিটি দর্শকের হৃদয়ে বাজে, শিল্পীদের কন্ঠে বাজে, যার গানে আকাশ বাতাস আন্দোলিত হয়, সেই কবিগুরু রবীন্দ্রনাথকে ভুললে চলবে না ,
আমরা বাঙালী তাই যাই শিখিনা না কেন, কবিগুরুর নৃত্যে গানে আমাদের মন আন্দোলিত হয়, যার নৃত্যে আমাদের পায়ের ছন্দ বেজে ওঠে, যার গানে আমাদের কন্ঠ মধুর হয়ে ওঠে, আর কবিতায় বাঙালীর ভাষা ফুটে ওঠে, সেই কবিগুরু রবীন্দ্রনাথের আজ ১৬৪ তম জন্ম দিবস পালন করতে পেরে আমরা গর্বিত আনন্দিত ,
নতুন প্রজন্মকে আলোর দিশা দেখাতে পেরে, ছোট থেকেই শিখবে কবিগুরুর ভাষা, কবিগুরুর গান, আর কবিগুরুর কবিতা দিয়ে শুরু করবে পথ চলা। এমনটাই জানতে পারলাম নৃত্যশিল্পী শুভশ্রী ব্যানার্জীর কাছ থেকে। আরো জানালেন যেভাবে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাকে সহযোগিতা করেছেন, তাহাদের কাছে আমি কৃতজ্ঞ।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
এ বিভাগের আরও খবর...